X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাউটার দিয়ে নজরদারি!

দায়িদ হাসান মিলন
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩

রাউটার

বাসা-বাড়ি থেকে শুরু করে যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিসে রাউটার ব্যবহার হয়। ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির সঙ্গে রাউটারের সিগন্যাল কানেকশনের মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়।

যখনই এসব যন্ত্র রাউটারের সঙ্গে সংযোগ করা হয় তখনই সেগুলো তথ্যের জন্য অনুরোধ জানায়। এসব তথ্যের মধ্যে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস, সর্বশেষ খেলাধুলার আপডেট ইত্যাদি। পাশাপাশি রাউটারের সিগন্যাল কিভাবে কাজ করে এবং কিভাবে এটা বাধার মুখে পড়ে সে সম্পর্কেও বিভিন্ন তথ্য যোগান দেয় এটা। এভাবে বিভিন্ন তথ্য দেওয়ার মাধ্যমে যন্ত্রটি ব্যবহারকারীর সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তোলে।

রাউটার এসব কাজ করে ঠিকই তবে যন্ত্রটি দিয়ে মানুষকে পর্যবেক্ষণও করা হয়। অবাক হলেও ঘটনা সত্যি। যন্ত্রটির সাহায্যে মানুষকে বিস্ময়করভাবে বিভিন্ন উপায়ে পর্যবেক্ষণের আওতায় রাখা যায়।

যেখানে ওয়াইফাই আছে সেখানে মানুষ চলাফেরা করলে তাদের শরীরকে বিশেষভাবে চিহ্নিত করা হয় এবং এগুলোর প্রতিফলন বিভিন্ন উপায়ে অন্যের সামনে তুলে ধরা হয়। যখন কেউ ওয়াইফাই সিগন্যালের মধ্যে থেকে কাজ করে তখন গবেষকরা এটা দেখতে পান যে তিনি আসলে আঙুল দিয়ে কী লিখছেন। এছাড়া এর সাহায্যে কারও হাঁটার ধরণ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করা যায়।

এমনকি যন্ত্রটি মানুষের ঠোঁট নাড়ানো দেখে প্রায় নির্ভুলভাবে বুঝতে পারে তিনি কী পড়ছেন। কিছু কিছু ক্ষেত্রে একটি রাউটার অন্য কক্ষ থেকেও বুঝতে পারে পাশের কক্ষে কেউ একজন কী করছে।

ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে মানুষ চিহ্নিত করা নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা পরিচালনা করা হয়। আগস্ট মাসের শুরুতে চীনের নর্থ-ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির একদল কম্পিউটার-বিজ্ঞান গবেষক একটি অনলাইন আর্কাইভে বৈজ্ঞানিক গবেষণার ফল প্রকাশ করে। সেখানে বলা হয়, তারা ওয়াইফাই সিগন্যালের সাহায্যে ১০ বারের মধ্যে ৯ বারই মানুষকে সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।

এই পদ্ধতিতে প্রথমে প্রত্যেক মানুষকে আলাদাভাবে রাউটারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয়। পরবর্তীতে সেই মানুষগুলোকে যন্ত্রটি খুব সহজে চিহ্নিত করতে পারে। গবেষকরা তাদের এই প্রযুক্তিকে স্মার্ট-হোম সেটিং-এ ব্যবহারের জন্য প্রস্তাব করেছেন।

এ বছরের শুরুতে আরেকটি ওয়াইফাইভিত্তিক শনাক্তকরণ প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের গবেষকরা। ছোট একটি গ্রুপ থেকে কাউকে শনাক্ত  করতে এই প্রক্রিয়াটি ব্যবহার করা যাবে।

২০১৩ সালে দু’জন এমআইটি গবেষক দাবি করেন, তারা রাউটারের সাহায্যে দেয়ালের ওপারে কারা আছেন তাদেরকে শনাক্ত করতে সক্ষম। এছাড়া তারা বলতে পারবেন, একটি পুরো কাঠের দরজার পেছনে কয়জন আছে কিংবা একটি ৬ ইঞ্চি ফাঁপা দেওয়ালের ওপাশে কারা আছে।

গত বছর এক সম্মেলনে উইকি নামে একটি প্রক্রিয়া উপস্থাপন করা হয় যার সাহায্যে ব্যবহারকারী কি-বোর্ডে কী টাইপ করছেন সেটা নির্ণয় করা যায়। এটা ৯৩ দশমিক ৫ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে পারে। এই প্রক্রিয়াটিও রাউটারের ওপর ভিত্তি করেই তৈরি করা।

বার্কলি নামে একজন পিএইচডি শিক্ষার্থীর নেতৃত্বে একদল গবেষক ২০১৪ সালে একটি প্রযুক্তি উদ্ভাবন করে যা মানুষের মুখের নড়াচড়া দেখেই বলে দিতে পারে তারা কী বলছেন। এটা একজন কথা বলার সময় ৯১ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে পারে এবং তিনজন একই সঙ্গে কথা বললে ৭৪ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে পারে।

রাউটার তথা ওয়াই-ফাইভিত্তিক সবগুলো প্রক্রিয়াই মানুষের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে সেই প্রক্রিয়াগুলোকে আরেকটু উন্নত করতে হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

শিগগিরই শিশু এবং বৃদ্ধদের নিরাপদ রাখতে ব্যবহৃত হবে রাউটার কিংবা একটি বাড়িকে স্মার্ট-বাড়িতে পরিণত করতেও এটা ব্যবহৃত হতে পারে।

সূত্র: দ্য আটলান্টিক

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা