X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিডস ফর দ্য ফিউচারের খোঁজে হুয়াওয়ে

টেক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৪

সিডস ফর দ্য ফিউচার
 

হুয়াওয়ের বার্ষিক প্রতিভা উন্নয়ন প্রোগ্রাম সিড্স ফর দ্য ফিউচার- ২০১৬ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিভাবান শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন, জ্ঞানের আদান-প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত সক্ষমতা তৈরির পাশাপাশি টেলিযোগাযোগ খাতে আগ্রহী করে গড়ে তুলতেই এই আয়োজন। 

বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬টি প্রযুক্তিবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সফরে পাঠানো হবে। ৬টি প্রযুক্তিবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রাথমিকভাবে ‘আইডিয়া প্রেজেন্টেশন’ প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটি করে দুই সদস্যের দল অংশ নিতে পারবে। দলগুলোকে যাচাই-বাছাই করবেন বিশেষজ্ঞ নির্বাচক পর্ষদ। ১২টি দল থেকে ৫টি দল নির্বাচন করা হবে চীনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে শিক্ষা সফরের জন্য।

দুটি পর্বে ভাগ করা হয় শিক্ষা সফরটি। প্রথম পর্বে শিক্ষার্থীদের বেইজিং-এ অবস্থিত বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা হুয়াওয়ে থেকে হাতে-কলমে প্রযুক্তিগত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা চীনের শেনঝেনে অবস্থিত হুয়াওয়ের হেডকোয়ার্টারেও সফরের সুযোগ পাবেন এই পর্বে। সেখানে তারা হুয়াওয়ের সংস্কৃতি, কাজের ধরন, পরিবেশ, কৌশল ও গুরুত্ব বুঝতে সক্ষম হবেন। এছাড়া হুয়াওয়ের স্টেট-অব-দি-আর্ট গবেষণা ও উন্নয়ন সেন্টার এবং ফ্যাক্টরিতে ভিজিট করে সেখানে হুয়াওয়ের অভিজ্ঞ প্রকৌশলীদের কাছ থেকে আইসিটি ও সলিউশনবিয়ষক প্রশিক্ষণ নিতে পারবেন।

মঙ্গলবার সিড্স ফর দ্য ফিউচার-২০১৬ -এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা হাতে-কলমে বিশ্বের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কিত শিক্ষা গ্রহণ করতে পারবে এবং দেশের নাম উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং বলেন, দারুণ একটি কাজ করেছে হুয়াওয়ে। প্রতি বছর হুয়াওয়ে উক্ত প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী প্রায় ১ হাজার নির্বাচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।

বিশ্বব্যাপী ৬৭টি দেশ ও অঞ্চলে ইতিমধ্যে সিড্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম ইতিমধ্যে বাস্তবায়ন করেছে হুয়াওয়ে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: যেভাবে পাওয়া যাবে আলাপন অ্যাপ



সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও