X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘৪ উদ্দেশ্যকে সামনে রেখে’ সাইবার হুমকি চিহ্নিত করার চেষ্টা

হিটলার এ. হালিম
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১০



সাইবার হামলা চারটি উদ্দেশ্যকে সামনে রেখে সাইবার হুমকি চিহ্নিত ও সাড়াদান বিষয়ক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অব্যাহতভাবে সাইবার নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় তার সূত্র তালাশ ও সমাধান করতে সংশ্লিষ্ট বিভাগ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদফতর প্রস্তাবিত ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে টেলিযোগাযোগ বিভাগ সাইবার জগতকে তথা দেশের মানুষকে নিরাপদ সাইবার দুনিয়া উপহার দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

গত বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই প্রকল্প নিয়ে মতবিনিময় করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অধিদফতর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে প্রকল্পের বিষয়ে আলাপ হলেও কোনও কিছু চূড়ান্ত হয়নি। আরও বেশি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট সব পক্ষের মত নিয়ে তা চূড়ান্ত করা হবে বলে বৈঠকে উপস্থিত ওই সূত্র নিশ্চিত করেছেন। তবে এই নিরাপত্তা এজেন্সি বা সংস্থা কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে নাকি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ পৃথকভাবে করবে, সে বিষয়টির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সূত্রটি জানায়, বৈঠকে শুধুমাত্র নিরাপত্তার বিষয়টিই আলোচিত হয়েছে এবং যে চারটি উদ্দেশ্যকে সামনে নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে অনেকে আবার দ্বিমতও পোষণ করেছেন। তিনি আরও জানান, আলোচনায় যে যে বিষয় উঠে এসেছে, সেসবের বিশ্লেষণ করা হবে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রাইভেট আইপি (ইন্টারনেট প্রটোকল) ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা, বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এমন কনটেন্ট ব্লক করা এবং কূরচিপূর্ণ, বাজে ও নোংরা ওয়েবসাইটে প্রবেশ প্রতিরোধ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।’

/এইচএএইচ/এবি/

আরও পড়ুন
নষ্ট কম্পিউটার কোথায় যায়?

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া