X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মন্থন পুরস্কার পেল আরএক্স ৭১

রুশো রহমান
১০ অক্টোবর ২০১৬, ১৭:০৯আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৭:০৯

বিজয়ীরা

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করছে এক্স ৭১ (Rx71)। অভিনব এই উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি ব্র্যাক মন্থন ডিজিটাল ইনো​ভেশন অ্যাওয়ার্ডে​র ই-হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে আর এক্স৭১।

আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যসচেতন করতে, রোগ সম্পর্কে সাধারণ ধারণা দিতে এবং জরুরি মুহূর্তে কোন চিকিৎসকের কাছে যেতে হবে সে-বিষয়ক দরকারি তথ্য সরবরাহ করে যাচ্ছে Rx71। এছাড়া ভবিষ্যতে আমাদের আরও কিছু তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা চালু হবে। গত দুই বছরের গবেষণা করে এই সেবা চালু করা হয়েছে। সেবাটিকে আমরা বলছি স্বাস্থ্যসেবায় ৩৬০ ডিগ্রি সলিউশন।

আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আরও বলেন, গত মে মাসে সার্ভিসটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এই ৫ মাসে ৩ লাখের বেশি মানুষ ৪০ লাখের বেশিবার সেবা নিয়েছে আমাদের ওয়েব (https://rx71.co) ও অ্যাপ (https://goo.gl/2w9glc) থেকে।

বর্তমানে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ৯৭৯টি রোগ ও লক্ষণ সম্পর্কে বিস্তারিত ডাটাবেজ নিয়ে তৈরি করা হয়েছে স্বাস্থ্যজ্ঞান মডিউল। প্রতিটি রোগের বর্ণনা, লক্ষণ, কারণ, সাধারণ জিজ্ঞাসা, হেলথ টিপস, অ্যানিমেটেড ভিডিওসহ আরও তথ্য রয়েছে এই বিভাগে। পাশাপাশি রয়েছে আর এক্স ৭১ -এর অভিনব হেলথ অ্যাপ যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের মানসিক এবং শারীরিক লক্ষণেরভিত্তিতে নিজের সম্ভাব্য রোগ নিজেই নির্ণয় করতে পারবে এবং ট্রিটমেন্টের জন্য খুজে নিতে পারবে সঠিক ডাক্তার। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় সংস্করণেই পাওয়া যাচ্ছে।

সাড়ে সাত হাজারের বেশি ডাক্তারের ছবি, ডিগ্রি এবং ভিজিটিং কার্ডের স্ক্যানড কপি নিয়ে তৈরি করা হয়েছে ডাক্তার ডিরেক্টরি বিভাগ। এখান থেকে চিকিৎসার জন্য উপযুক্ত ডাক্তার খুঁজে নিতে পারা যাবে সহজে। ডাক্তারদের রেটিং করার মাধ্যমে সহজেই সবচেয়ে ভালো ডাক্তার খুঁজে পেতে পারেন আমাদের এই বিভাগ থেকে। ৭০০ টিরও বেশি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে হসপিটাল ডিরেক্টরি বিভাগে।

বিজয়ীরা জানালেন, অ্যাপটির মাধ্যমে শিগগিরই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হবে। এছাড়া দেশের হাসপাতালগুলোকে অটোমেশনের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ইতিমধ্যে বেশ কিছু হাসপাতালে সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে। মানুষকে সহজে তথ্য পৌঁছে দিতে ব্যবহারবান্ধব ওয়েবসাইট, অ্যাপ ও হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সমন্বয় রাখার কাজটিও করছে আরএক্স ৭১।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: স্মার্টফোনের কিছু অ্যান্টি-ভাইরাস অ্যাপ



সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা