X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পর্দা নামছে ডিজিটাল ওয়ার্ল্ডের

রুশো রহমান
২১ অক্টোবর ২০১৬, ১৯:০৫আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৯:০৫

ব্যবসার প্রসারে ফেসবুকের ভূমিকা নিয়ে সেমিনার

আজ  রাতেই পর্দা নামছে ডিজিটাল ওয়ার্ল্ডের। জমজমাট আয়োজনের মধ্য এবার অুনষ্ঠিত হলো বছরের মেগা ইভেন্ট। শেষ দিনেও অনুষ্ঠিত হলো একাধিক সেমিনার।

রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিনে সকাল থেকেই ভিড় ছিল নানা বয়সী দর্শকের। তবে ছুটির দিন হওয়ায় সকালে থেকেই শিশু-কিশোরদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ডিজিটাল ওয়ার্ল্ড। বেশি ভিড় ছিল ইনোভেশন জোনে। এইজোনে রোবট ধ্রুবকে দেখতে ছিল উপড়ে পড়া ভিড়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবিষ্কার ড্রোন নিয়েও ছিল শিশুদের কৌতুহল। আরেকটি রোবট (যার নাম ডি-বট) -এর সঙ্গে শিশুরা হাত মেলাতে পারলেই যেন বর্তে যায়। অন্যদিকে গেমিং জোনে সারাক্ষণই ভিড় লেগেই ছিল। তবে বড়দের কাছে বেশি আগ্রহের ছিল সেমিনারগুলো। শেষ দিনেও একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়।

 পুরো মেলা আয়োজন করা হয় সাতটি ভাগে। দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত নানা উদ্ভাবন নিয়ে মেলায় প্রদর্শনী করা হয়। ই-গভর্নেন্স জোনে আয়োজন করা হয়েছিলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ডিজিটাল কাজের প্রদর্শনী।

 ই-কমার্স জোনে বিভিন্ন ই-কর্মাস প্রতিষ্ঠানের ওয়েবসাইটের প্রদর্শনী করা হয়। একই সঙ্গে ক্রেতাদের অর্ডার নেওয়া হয়। এছাড়া ওই জোনে অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিংসহ অনলাইনে কাজ করার বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় দর্শনার্থীদের।

মেলা সম্পর্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, তিন দিনের এ আয়োজনে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা আগামীর ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে। মেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। এতে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শুক্রবার সমাপনী দিনে ৩টি হলে মোট ৬টি কর্ম অধিবেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় ডেভেলপার কনফারেন্সে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশ বিদেশের আইসিটি কোম্পানির প্রধান নিবার্হীরা। সকালে দ্য রোড টু ৫ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই ২০২১ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তা হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। দুপুরে অনুষ্ঠিত হয় গ্রো ইওর বিজনেস উইথ ফেসবুক। এতে অংশ নেয় ফেসবুকের কর্মকর্তারা। ই-হেলথ নিয়ে দুপুর আড়াইটায় আরও একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: ‘সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তরুণরাই পথ দেখিয়েছে’

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী