X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘প্রয়োজন ডিজিটাল স্টার্টআপ সহায়ক নীতিমালা’

দায়িদ হাসান মিলন
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩

 

সম্মেলনে আগত অতিথিরা

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল স্টার্টআপ সম্মেলন। এই সম্মেলনে দেশের সফল উদ্যোক্তারা তাদের গল্প বলেছেন। পথ নির্দেশনা দিয়েছেন নতুনদের জন্য। আর জ্যেষ্ঠ উদ্যোক্তারা বলেছেন, দেশে এখন প্রয়োজন ডিজিটাল স্টার্টআপ সহায়ক নীতিমালা।  

ডিজিটাল স্টার্টআপ সহায়ক নীতিমালা কেন প্রয়োজন এবং তা তৈরির ব্যাপারে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি ও বাফকমের আহ্বায়ক মোস্তাফা জব্বার, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুরসহ আরও অনেকে।

মোস্তাফা জব্বার বলেন, তরঙ্গ (স্পেক্ট্রাম) ব্যবসার লাইসেন্স নিয়ে অন্য ব্যবসা করে আইন ভঙ্গ করছে টেলিকম কোম্পানি। তরুণদের উদ্যোগ আজ  হুমকির মুখে। এটি বাঁচাতে আমরা এক হয়েছি। তিনি মোবাইলফোন কোম্পানিগুলোকে ডিজিটাল সার্ভিস দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। 

বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির বলেন, রাস্তা যার সে যদি নিজেই গাড়ি ব্যবসা করে তাহলে সুস্থ প্রতিযোগিতা থাকবে না।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিকেল ৩টা থেকে শুরু হয় ডিজিটাল স্টার্টআপ সম্মেলন। এটা বাংলাদেশের উদ্যোক্ত্যাদের নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় অনুষ্ঠান। বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন (বাফকম) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

এতে দেশীয় সফল উদ্যোক্তাদের অনেকেই অংশগ্রহণ করেন। এছাড়া দেশের নানাপ্রান্ত থেকে আগ্রহী অনেকেই শুনতে আসেন সফলদের গল্প। সম্মেলন কক্ষে জায়গা না পেয়ে পরবর্তীতে সম্মলনে অংশগ্রহণ করতে আসা অনেকেই বাইরে অপেক্ষা করেন দীর্ঘক্ষণ।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্যোক্তারা শোনান তাদের সফলতার কাহিনী। এসময় বিভিন্ন সমস্যা এবং সেগুলো কাটিয়ে ওঠার গল্প শোনান অ্যাপভিত্তিক অনডিমান্ড কার সার্ভিস চলো ডট কমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, চালডাল ডট কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, প্রিয়শপ ডট কমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, এসো ডট কমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইনের সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, ডক্টরোলার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন ইমন প্রমুখ।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: স্বাস্থ্যসেবার অ্যাপ জলপাই



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!