X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উদ্ভাবকদের নিয়ে শুরু হলো ইনোভেটরস হাব

রুশো রহমান
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০১

 

অনুষ্ঠানের আয়োজকরা

দেশের উদ্ভাবকদের উদ্ভাবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এবার ১০০ জন উদ্ভাবককে নিয়ে অনুষ্ঠিত হলো ইনোভেটরস হাব। বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে রাজধানীর ধানমণ্ডির ইএমকে সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা সময় ছিল যখন ব্যবসা-বাণিজ্য, উদ্ভাবন ও নেতৃত্বের দিক থেকে জ্যেষ্ঠদের প্রাধান্য বেশি ছিল। তবে ফোর্বসের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার তরুণরা এখন আর বড়দের থেকে খুব বেশি পিছিয়ে নেই। বরং নিজেদের মেধা ও দক্ষতার মাধ্যমে তারা সমাজে স্বকীয় অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশের তরুণদের বিভিন্ন উদ্ভাবন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে।

এই প্রজন্মের চিন্তাশক্তির ক্রমান্বয় বিকাশেই খুঁজে পাওয়া সম্ভব নতুন উদ্ভাবনের। সেই লক্ষ্যকেই সামনে রেখে ১০০ জন উদ্ভাবককে নিয়ে ৬ জন বিশেষজ্ঞ প্যানেলের সমন্বয়ে মুক্ত আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন একসেস টু ইনফরমেশনের (এটুআই) নাইমুজ্জান মুক্তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

নাইমুজ্জামান মুক্তা বলেন, প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে আগে প্রযুক্তি ব্যবহার করা শিখতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে ব্যবহারের সঠিক ফল পাওয়া কখনোই সম্ভব নয়।

আরিফুল হাসান অপু বলেন, ইনোভেটরস হাব -এর প্রধান উদ্দেশ্য হলো, উদ্ভাবকদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, মেন্টর এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগসূত্র স্থাপন করা।

৮ জনের সমন্বয়ে গঠিত প্যানেল, উপস্থিত ১০০ জন উদ্ভাবকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত উদ্ভাবকদের উদ্ভাবন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী চিন্তার অবস্থান তুলে ধরেন এবং অভিজ্ঞ মেন্টরদের সঙ্গে তাদের প্রকল্প সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করেন।

প্যানেলে উপস্থিত ছিলেন, এরশাদুল হক (সিইও, রাইজআপ ল্যাব),  রাশেদুল মাজিদ (সিইও, রেইজ আইটি), মোঃ  শামসুল হক (প্রজেক্ট ম্যানেজার, লিড সফট) প্রফেসর সাজ্জাদ হুসাইন (প্রধান, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, ইউল্যাব), আসিফ আতিক (সিটিও, প্রাইম টেক) ও মোহাম্মাদ শাহিন (প্রধান নির্বাহী, পিবাজার ডট কম)।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা