X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য ‘ইন্টার‌্যাক্টিভ’ কনটেন্ট তৈরির উদ্যোগ

টেক ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:১৯

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে ইন্টর‌্যাক্টিভ ও বহুমুখী কনটেন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ক্লাসরুমের বই বাদে বিভিন্ন ধরনের বই ও কনটেন্ট পড়তে পারবে শিক্ষার্থীরা।
একসেস টু ইনফরমেশনের (এটুআই) উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা-বিকাশ ও সুস্থ-বিনোদনের জন্য পাঠ্যপুস্তক ও এর সহায়ক নানামূখী কন্টেন্ট নিশ্চিত করতে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এটুআই প্রোগ্রাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর মধ্যে পৃথক পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)কারিগরি সহায়তায় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত নানা ধরনের মানসম্পন্ন উপাদান প্রদানে একটি একক প্ল্যাটফর্ম ‘কিশোর কানেক্ট’ (ডোমেইন: কানেক্ট.বাংলা) তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল কাজের সঙ্গে জড়িত এমন দুটি প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ -এর বিভিন্ন শিক্ষামূলক উপকরণগুলোকে কিশোর কানেক্টের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে শিক্ষকদের জন্য তৈরি শিক্ষক বাতায়নে যেমন শহরের কোনও দক্ষ শিক্ষকের তৈরি কন্টেন্ট দূর-দূরান্তের কোনও শিক্ষক ডাউনলোড করে নিচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের উপযোগী কোনও কন্টেন্ট শেয়ারের মাধ্যম নেই। এর প্রেক্ষিতে সমঝোতা স্মারক অনুযায়ী শিক্ষার্থীদের জন্য জাতীয়ভাবে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক সহায়ক বই, শিক্ষা বিষয়ক ম্যাগাজিন, ই-বুক লাইব্রেরি, শিশু-কিশোরদের জন্য শিক্ষণীয় চলচিত্র, মাল্টিমিডিয়া কনটেন্ট প্রভৃতি একটি নির্দিষ্ট নিয়মে প্রদান করবে।

প্রসঙ্গত, ইউএনডিপি এবং ইউএসএইড-এর কারিগরি সহায়তায় এটুআই প্রোগ্রামের উদ্যোগে ভাষার মাস ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের জন্য কানেক্ট.বাংলা প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া