X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইএমইআই ডাটাবেজের আগে হচ্ছে ডাটা সেন্টার

টেক রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৮

একটি মোবাইল ফোনের প্যাকেটের গায়ে আইএমইআই নম্বর অবৈধ ও নকল মোবাইল ফোনের প্রবেশ বন্ধে এবং চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ডাটাবেজ তৈরির কথা থাকলেও তার আগে তৈরি করা হচ্ছে মোবাইল ফোনের ডাটা সেন্টার। আগামী এক মাসের মধ্যে এই ডাটা সেন্টার নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।
বিএমপিআইএ নেতারা জানান, আইএমইআই ডাটাবেজের সফটওয়্যার পর্যায়ের কাজ শেষ হয়েছে। তবে কিছু কারিগরি প্রশ্ন ও জটিলতা দেখা দেওয়ায় এর উদ্বোধন কাজ পিছিয়ে গেছে। গত বছরের ৬ ফ্রেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের আইএমইআই ডাটাবেজ উদ্বোধন করার কথা ছিল। কিন্তু কারিগরি কারণে সেই কাজ পিছিয়েছে এক বছরেরও বেশি সময়। আর সেই কাজ সম্পন্ন হওয়ার আগেই দেশের মোবাইল ফোন নিয়ে তৈরি একটি ডাটা সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের পথে।
বিএমপিআইএ’এর সভাপতি রুহুল আলম আল মাহবুব (মানিক) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে ডাটাবেজটি তৈরি করব। কিন্তু এটি ব্যয়বহুল একটি কাজ। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতও ব্যয়বহুল হবে। ফলে এটা চালু করতে দেরি হচ্ছে। তবে আমরা চালু করে ফেলব। আর এটা চালুর আগেই আমরা ডাটা সেন্টার তৈরি করতে যাচ্ছি। আগামী এক মাসের মধ্যে ডাটা সেন্টার আমরা চালু করে ফেলতে পারব।’
জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এটা রক্ষণাবেক্ষণ করলেও ব্যয়ভার কারা বহন করবে তা চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি তথা নির্মাণ শেষ হতে দেরি হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বলেন, ‘বিটিআরসির সহযোগিতায় বিএমপিআইএ শিগগিরই আইএমইআই ডাটাবেজ সংরক্ষণ ও এর বিভিন্ন প্রয়োগের মাধ্যমে ভোক্তার অধিকার রক্ষার চেষ্টা করবে।’
প্রসঙ্গত, মোবাইলের আইএমইআই নকল না আসল তা পরীক্ষার জন্য একাধিক পদ্ধতি আছে। কিন্তু আইএমইআই বিষয়ক ডাটাবেজ না থাকায় তা পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। ফলে যাচাই করলে ম্যানুয়াল পদ্ধতিতেই করতে হয়। ডাটাবেজ থাকলে অবৈধভাবে আমদানি করা বা নকল আইএমইআইয়ের ফোন সেটের প্রবেশ বন্ধ করা সহজ হবে।
আইএমইআই ডাটাবেজ থাকলে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া নকল আইএমইআইয়ের কোনও মোবাইল সেট চালু হলে তার আইএমইআই নম্বর স্বয়ংক্রিয়ভাবে অপারেটরদের ডাটাবেজে চলে যায়। ফলে ওই নম্বরটি সংরক্ষিত থাকে। কিন্তু একসঙ্গে সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর না থাকায় তা চিহ্নিত করা বেশ কঠিন। আর ডাটাবেজের আগে ডাটা সেন্টার থাকলে সেখানে দেশে আসা মোবাইল ফোনের তালিকা, পরিমাণ, সংখ্যা (স্মার্টফোন ও বার ফোন) ইত্যাদির পৃথক পৃথক পরিসংখ্যান পাওয়া যাবে, এখন যা একসঙ্গে পওয়া যায় না।

আরও পড়ুন-

প্রথম মেশিন লার্নিং সম্মেলন সোমবার

‘শর্ত প্রযোজ্য’ শর্ত নিয়ে ধন্দে মোবাইল ফোন গ্রাহকরা

/এইচএএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!