X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ নিয়ে গেম গেরিলা ব্রাদার্স

টেক ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৮:৩২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৮:৩২

গেরিলা ব্রাদার্স



মুক্তি পেয়েছে দেশের প্রথম কো-অপ মাল্টিপ্লেয়ারসহ থার্ড পারসন শুটিং গেম গেরিলা ব্রাদার্স। বাংলাদেশে এই প্রথম দু’জন পাশাপাশি থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ওপর বানানো গেমটি খেলতে পারবেন। যেখানে তারা দুই ভাইকে (কামাল ও তমাল) পরিচালনা করবেন তাদের মাতৃভূমির জন্য যুদ্ধ করতে। কেউ চাইলে একা সিঙ্গেল প্লেয়ার মোডেও খেলতে পারবেন গেমটি। সিঙ্গেল প্লেয়ার মোডে দুই ভাইয়ের মধ্যে থেকে একজনকে পরিচালনা করা যাবে যেকোনও সময়, আর অন্য একজনকে কম্পিউটার নিয়ন্ত্রণ করবে।
গেমের আকর্ষণীয় দিকের মধ্যে রয়েছে বিশেষ সেন্সর দিয়ে নিশানা করার উপায়। এতে গেমাররা তাদের মোবাইলফোন নাড়াচাড়া করেই পাক হানাদার বাহিনীকে টার্গেট করতে পারবে।
এই গেমের অনন্য একটি দিক হলো ডায়নামিক কভার মেকানিজম। গেমে যা কিছু দেখা যায় যেমন, ঘরবাড়ি, গাছপালা, বালুর বস্তা, টিন এগুলোর পেছনে লুকানো যাবে, আড়ালে থেকেই শত্রুদের গুলি করা যাবে।
গেমটিতে রয়েছে ২৫টিরও বেশি কনটেক্সচুয়াল ভয়েস লাইনস। যার মাধ্যমে গেমে কখন কি হচ্ছে বা কি করতে হবে তা বড় ভাই কামাল মাঝে মাঝে বলে দেয়। এরজন্য গেমটিকে অনেক সময় বাস্তব বলে মনে হয়।
বড় ভাই কামাল তার ছোট ভাই তমালকে গেরিলা যুদ্ধ শেখানোর জন্য ট্রেনিং করান- এখান থেকেই গেমটির শুরু। কামাল ’৭১ -এ মিলিটারিতে ছিল। ২৫ শে মার্চের কালো রাতে পাকিস্তানী মিলিটারি বাঙালিদের আক্রমণ করলে কামাল কোনও রকম প্রাণ নিয়ে পালিয়ে যায়। অস্থায়ী সরকার গঠনের পর তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মাস খানেক পর তিনি একদিন তার ছোট ভাই তমালকে মুক্তি বাহিনীর ক্যাম্পে দেখতে পান। ছোট ভাই মুক্তিযুদ্ধে অংশ নিতে চান শুনে তিনি অনেক গর্ব বোধ করেন। এরপর থেকেই তমালের প্রশিক্ষণ শুরু হয়।
গেরিলা ব্রাদার্স গেমটি তৈরি করেছেন বনী ইউসুফ। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের উপর একটি গেম বানানোর স্বপ্ন ছিল তার, যা তিনি গত ৪ মাস ধরে তৈরি করেছেন। গেমটি এখন বাংলাদেশের EATL Appstore -এ পাওয়া যাচ্ছে।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক