X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাওয়ারের বিকিরণ নিয়ে অভিযোগ আসেনি: বিটিআরসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:৩৩

ড. শাহজাহান মাহমুদ নেটওয়ার্ক সচল রাখতে মোবাইল ফোন অপারেটরগুলোর টাওয়ার থেকে কোনও ধরনের বিকিরণ এবং তা থেকে শরীরে ক্যানসারসহ দুরারোগ্য রোগ-ব্যাধি হয় কিনা তা নিয়ে এখনও কোনও অভিযোগ পায়নি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকালে রাজধানীর একটি হোটেলে ই-ডটকো নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বাঁশের তৈরি মোবাইল টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘মোবাইল ফোনের টাওয়ার থেকে কোনও ধরনের বিকিরণ হয় কিনা তা আমরা এখনও পর্যন্ত পরিমাপ করিনি। আমাদের কাছে এখনও কেউ তথ্যপ্রমাণসহ অভিযোগ করেননি।’

বাঁশের তৈরি টাওয়ার ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, ‘মোবাইল ফোনের ব্যবহার বিষয়ে একটা ভুল ধারণা আছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকাসহ উন্নত দেশগুলো এ নিয়ে অনেক গবেষণা চালিয়েছে। কিন্তু মোবাইল ফোন ব্যবহার করলে ক্যানসার হওয়ার বিষয়টি এখনও সঠিক প্রমাণিত হয়নি।’
টাওয়ার ব্যবহারের জন্য কোনও গাইডলাইন তৈরি করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের গাইডলাইন তৈরি করার কিছু নেই। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নিজস্ব একটি গাইডলাইন আগে থেকেই আছে। আইটিইউ নিশ্চয়ই সবকিছু বিচার-বিশ্লেষণ করে এবং ডাক্তারি দিকগুলো ভেবেই গাইডলাইন তৈরি করেছে।’
এদিকে আগামী ১০ এপ্রিলের মধ্যে মোবাইল টাওয়ারের বিকিরণ প্রতিবেদন দাখিল করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা প্রসঙ্গে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘নির্দেশনা অনুযায়ী কোন মোবাইল ফোন অপারেটরের টাওয়ারের বিকিরণ মাত্রা কত তা পরীক্ষা–নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেবো আমরা। এক্ষেত্রে আইটিইউ থেকে নির্ধারণ করে দেওয়া মাত্রার তুলনায় বিকিরণ বেশি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে ই-ডটকো’র বাঁশের তৈরি মোবাইল টাওয়ারের প্রশংসা করে ড. শাহজাহান মাহমুদ বলেছেন, ‘আমি চাই হোমগ্রোন প্রযুক্তি প্রতিষ্ঠা পাক, বেড়ে উঠুক।’
/এইচএএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না