X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অ্যাপ নিয়ন্ত্রণ করবে প্যাকসিউল ব্যাগ

আনোয়ারুল ইসলাম জামিল
৩০ মার্চ ২০১৭, ০৬:৪৯আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৬:৫৩

 

প্যাকসিউল ব্যাগ অভিজ্ঞতা বদলানোর নতুন প্রযুক্তি নিয়ে এসেছে কিকস্টার্টার। এটি এমন প্রযুক্তি, যার কল্যাণে বাসায় এসে দেখবেন, ব্যায়ামাগারে ব্যাগে ঢোকানো কাপড় বাসায় আসতে আসতে নিজেই পরিষ্কার হয়ে যাবে! কিকস্টার্টারের নতুন প্যাকসিউল ব্যাগ সবার জন্য নিয়ে এসেছে এমনই একটি সমাধান। এই ব্যাগ নিজেকে পরিষ্কার করার পাশাপাশি এর ভেতরে যা কিছু থাকবে, সবই পরিষ্কার করবে। খবরটি জানিয়েছে ম্যাশেবল ও ডিজিটাল ট্রেন্ডস।

আলট্রাভায়োলেট-সি এবং ওজোন-থ্রি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি দূর করবে কাপড়ের ময়লা। পাশাপাশি সুগন্ধ যোগ করবে এবং কাপড়ের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে কাপড়কে বিশুদ্ধ করে তুলবে। আর এ প্রক্রিয়া স্রেফ ব্যাগের বাইরে থাকা একটি বোতাম চাপলেই শুরু হয়ে যাবে। এই  প্রক্রিয়া রাসায়নিক পদার্থমুক্ত, এফডিএ অনুমোদিত প্রক্রিয়া। এই প্রযুক্তির সহকারী উদ্ভাবক রাভিদ ইউসুফ বলেন, ‘প্যাকসিউল ব্যাগটি এর ভেতরে যা কিছু আপনি রাখবেন, তার সবই পরিষ্কার করবে। সবকিছুই ঘটবে প্যাকসিউল জিম ব্যাগের ভেতরে এবং এটি স্বাভাবিকভাবেই ঘটবে।

ইউসুফ আরও বলেন, ‘আমি চাই যখন আপনার প্রয়োজন হবে তখন প্যাকসিউলই হোক আপনার একমাত্র ডাফেল ব্যাগ (কাপড়ের তৈরি বড় ব্যাগ)। বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ব্যাগ ব্যবহারের চেয়ে একটি ব্যাগ ব্যবহার করা ভালো। আর আমাদের পরিষ্কার করার পদ্ধতি শুধু জিম নয়, ভ্রমণেও কাজে দেয়। আমাদের ব্যাগের মধ্যে রয়েছে ইউএসবি চার্জের ব্যাবস্থা। এছাড়া আরও ২০টি আলাদা ফিচার এবং অনেক পকেট। প্রথমত, এটি কাপড়ের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে। এরপর বোতাম চাপার সঙ্গে সঙ্গেই গোটা ব্যাগ ওজন দিয়ে ভরে যাবে। এতে এর সংস্পর্শে থাকা সব ব্যাকটেরিয়া মারা যাবে। আলট্রাভায়োলেট-সি রশ্মি একটি আলাদা স্তরের কাজ করবে এবং ভাইরাস ও প্যাথেজনস থেকে কাপড়গুলো জীবাণুমুক্ত রাখবে। একবার কাপড় পরিষ্কার করতে ব্যাগটি সময় নেবে প্রায় ৩৫ মিনিট। এর মধ্যেই আপনার ব্যাগকে সুগন্ধময় করে দিয়ে ওজোন আবারও অক্সিজেনে পরিণত হবে।’

তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, আইওএস ও অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে ব্যাগটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, কাপড় পরিষ্কার করা শেষ হলে এটি সংকেত দেবে। মূলত ঝড়বৃষ্টির পর বাতাসে যে প্রক্রিয়ায় গন্ধ ছড়িয়ে যায়, এখানে সেই প্রক্রিয়াই ব্যবহার করা হয়েছে। শুধু এরমধ্যে কিছু প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাগ আপনি এখনই কিকস্টার্টারের প্যাকসিউল ব্যাগের জন্য অগ্রিম ফরমায়েশ দিয়ে রাখতে পারেন। কিছুদিন বাদেই বাজারে আসছে এই অভিনব পণ্য। এর দাম পড়বে ২২৯ মার্কিন ডলার।

/এইচএএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা