X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হওয়া বৈধ ফেসবুক আইডি খুলতে শুরু করেছে

হিটলার এ. হালিম
১৭ এপ্রিল ২০১৭, ২০:৫৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২০:৫৭

ফেসবুক ফেসবুক ব্যবহারকারীদের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বৈধ আইডিগুলো খুলতে শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার ফেসবুক আইডি ব্লকড হয়ে যাওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ২ জন আইডি ফিরে পেয়েছেন। ভুয়া আইডি ব্লকডের সময় কিছু বৈধ আইডিও বন্ধ করে ফেলে ফেসবুক।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল রাতে বাংলাদেশসহ ৪টি দেশে শুদ্ধি অভিযান পরিচালনা করে ফেসবুক। ওই রাতে দেশের অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের আইডি হারিয়েছেন। যদিও নিয়ম মেনে আইডি ফিরে পেতে আবেদন করায় এরই মধ্যে অনেকে আইডি ফিরে পেতে শুরু করেছেন।

প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৪০ জনকে খুঁজে পেয়েছি, যারা তাদের আইডি খুইয়েছিলেন। এরই মধ্যে ৭-৮ জন তাদের আইডি ফিরে পেয়েছেন। ব্লকড আইডি ফিরে পাওয়ার শতকরা হার প্রায় ২০ শতাংশ।’  তিনি আরও জানান, ‘যাদের আইডি প্রকৃত অর্থেই ভুয়া, তাদেরগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু প্রকৃত আইডি যেগুলো ফেসবুকের সন্দেহের তালিকায় রয়েছে, সেগুলো উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরিফ নিজামি বলেন, ‘গুজবে কান না দিয়ে অযথা কিছু ফেসবুকে শেয়ার করা, নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খোলা বা অতিমাত্রায় লাইক দিলে, সে ফেসবুক আইডিটি ভুয়া অ্যাকাউন্ট হিসেবে শনাক্ত হওয়ার আশঙ্কা আছে।’

এদিকে বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘বাংলাদেশে এফ-কমার্স (ফেসবুক নির্ভর ই-কমার্স) পেজ রয়েছে ১০ হাজারের বেশি। প্রতিটি পেজের লাইক সংখ্যা ১০ হাজারের বেশি। আমরা জানতে পেরেছি প্রতিটি পেজ থেকেই ২-৩ শতাংশের মতো লাইক কমে গেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘যেসব লাইক কমে গেছে, সেগুলো আর ফিরে আসেনি।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ওইসব লাইক প্রকৃত অর্থেই ভুয়া ছিল। বৈধ আইডি হলে এরই মধ্যে ওগুলো ফিরতে শুরু করতো।’

দেশীয় অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সার ডট কমের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো. শফিউল আলম জানিয়েছেন তিনি ১৬ ঘণ্টা পরে তার ফেসবুক আইডি ফিরে পেয়েছেন। রুবেল আহমেদ নামের একজন শিক্ষার্থী জানিয়েছেন তিনিও একদিন পরে তার আইডি ফিরে পেয়েছেন। অন্যদিকে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা মোবাশ্বের হোসেন জানান, রবিরবার থেকে তিনি তার আইডিটি ব্লকড পাচ্ছেন। আলাল আহমেদ নামের একজন শিক্ষার্থী জানান, শনিবার রাতেই তার আইডিটি ব্লকড হয়ে গেছে। তারা দু’জনই বৈধ আইডিধারী এবং জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত নামে আইডি খুলেছেন। তারপরও তাদের আইডি ব্লকড হয়ে গেছে। ফেসবুকের দেওয়া ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। কিন্তু সোমবার পর্যন্ত তারা আইডি ফিরে পাননি।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!