behind the news
Vision  ad on bangla Tribune

বন্ধ হওয়া বৈধ ফেসবুক আইডি খুলতে শুরু করেছে

হিটলার এ. হালিম২০:৫৫, এপ্রিল ১৭, ২০১৭

ফেসবুকফেসবুক ব্যবহারকারীদের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বৈধ আইডিগুলো খুলতে শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার ফেসবুক আইডি ব্লকড হয়ে যাওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ২ জন আইডি ফিরে পেয়েছেন। ভুয়া আইডি ব্লকডের সময় কিছু বৈধ আইডিও বন্ধ করে ফেলে ফেসবুক।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল রাতে বাংলাদেশসহ ৪টি দেশে শুদ্ধি অভিযান পরিচালনা করে ফেসবুক। ওই রাতে দেশের অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের আইডি হারিয়েছেন। যদিও নিয়ম মেনে আইডি ফিরে পেতে আবেদন করায় এরই মধ্যে অনেকে আইডি ফিরে পেতে শুরু করেছেন।

প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৪০ জনকে খুঁজে পেয়েছি, যারা তাদের আইডি খুইয়েছিলেন। এরই মধ্যে ৭-৮ জন তাদের আইডি ফিরে পেয়েছেন। ব্লকড আইডি ফিরে পাওয়ার শতকরা হার প্রায় ২০ শতাংশ।’  তিনি আরও জানান, ‘যাদের আইডি প্রকৃত অর্থেই ভুয়া, তাদেরগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু প্রকৃত আইডি যেগুলো ফেসবুকের সন্দেহের তালিকায় রয়েছে, সেগুলো উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরিফ নিজামি বলেন, ‘গুজবে কান না দিয়ে অযথা কিছু ফেসবুকে শেয়ার করা, নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খোলা বা অতিমাত্রায় লাইক দিলে, সে ফেসবুক আইডিটি ভুয়া অ্যাকাউন্ট হিসেবে শনাক্ত হওয়ার আশঙ্কা আছে।’

এদিকে বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘বাংলাদেশে এফ-কমার্স (ফেসবুক নির্ভর ই-কমার্স) পেজ রয়েছে ১০ হাজারের বেশি। প্রতিটি পেজের লাইক সংখ্যা ১০ হাজারের বেশি। আমরা জানতে পেরেছি প্রতিটি পেজ থেকেই ২-৩ শতাংশের মতো লাইক কমে গেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘যেসব লাইক কমে গেছে, সেগুলো আর ফিরে আসেনি।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ওইসব লাইক প্রকৃত অর্থেই ভুয়া ছিল। বৈধ আইডি হলে এরই মধ্যে ওগুলো ফিরতে শুরু করতো।’

দেশীয় অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সার ডট কমের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো. শফিউল আলম জানিয়েছেন তিনি ১৬ ঘণ্টা পরে তার ফেসবুক আইডি ফিরে পেয়েছেন। রুবেল আহমেদ নামের একজন শিক্ষার্থী জানিয়েছেন তিনিও একদিন পরে তার আইডি ফিরে পেয়েছেন। অন্যদিকে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা মোবাশ্বের হোসেন জানান, রবিরবার থেকে তিনি তার আইডিটি ব্লকড পাচ্ছেন। আলাল আহমেদ নামের একজন শিক্ষার্থী জানান, শনিবার রাতেই তার আইডিটি ব্লকড হয়ে গেছে। তারা দু’জনই বৈধ আইডিধারী এবং জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত নামে আইডি খুলেছেন। তারপরও তাদের আইডি ব্লকড হয়ে গেছে। ফেসবুকের দেওয়া ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। কিন্তু সোমবার পর্যন্ত তারা আইডি ফিরে পাননি।

 /এমএনএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ