behind the news
Vision  ad on bangla Tribune

হোয়াটসঅ্যাপে আসছে নম্বর পরিবর্তন ফিচার

দায়িদ হাসান মিলন১৮:৩৬, এপ্রিল ১৮, ২০১৭

হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে ফোন নম্বর দিয়ে চালু করা হয় সেটা পরিবর্তন করা সম্ভব হলেও অন্যদের কাছে নতুন নম্বর সম্পর্কিত কোনও নোটিফিকেশন যায় না। ফলে বিশেষ প্রয়োজনে নম্বর পরিবর্তন করতে গেলে ব্যবহারকারীদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত এ অবস্থার অবসান ঘটাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সে কারণে শিগগিরই নম্বর পরিবর্তন ফিচার যোগ করতে পারে তারা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে এমনটিই বলা হয়।


নতুন এই ফিচার নিয়ে আসা হলে প্রথমে এ সুবিধা ভোগ করতে পারবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। তারপর পর্যায়ক্রমে অন্যদের জন্য উন্মুক্ত করা হতে পারে। তবে সবাই এ সুবিধা পাবেন কিনা তা নিশ্চিত নয়।
ধারণা করা হচ্ছে, নম্বর পরিবর্তন সুবিধাটি ডিফল্ট অপশনেই যোগ করবে কর্তৃপক্ষ। ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করে ফিচারটির মাধ্যমে বিষয়টি সহজেই সবাইকে জানিয়ে দেওয়া যাবে। ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বেশ সতর্ক রয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এসব কাজ করছে তারা। গত মাসে টেক্সটভিত্তিক স্ট্যাটাস ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ।
/এইচএএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ