Vision  ad on bangla Tribune

শাওমির ‘ই-স্টোর’ এখন গুলশানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৭:১৭, এপ্রিল ২০, ২০১৭

শাওমিস্মার্টফোন ব্র্যান্ড শাওমির নতুন ‘ই-স্টোর’ যাত্রা শুরু করতে যাচ্ছে রাজধানীর গুলশানে। ৪৬, গুলশান এভিনিউয়ে নতুন এই ই-স্টোরের উদ্বোধন হবে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টায়।
গুলশানের ই-স্টোরে থাকছে শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এমআই ব্যান্ড, ব্লুটুথ হেডসেট, ব্লুটুথ স্পিকার, ভিআর বক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ প্রভৃতি পণ্য।
শাওমি ই-স্টোরের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের সিইও এবিএম ওবায়দুল্লাহ বলেন, ‘গ্রাহকরা এখান থেকে অফিশিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টিসহ শাওমির সব পণ্য কিনতে পারবেন। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও পণ্য কেনার সুবিধা রয়েছে।’
ওবায়দুল্লাহ জানান, গুলশানে নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে উদ্বোধনীর দিনে গ্রাহকদের জন্য বিশেষ অফার রয়েছে। এদিন সীমিতসংখ্যক গ্রাহক মাত্র এক টাকায় কিনতে পারবেন এমআই ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন প্রভৃতি।
/এইচএএইচ/টিআর/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ