X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের সংস্কৃতি, শিল্প ও মেধা বাঁচাতে মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য

ঢাবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৫:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৩৯

ঢাবি সিনেট হলে আয়োজিত বিশ্ব মেধাস্বত্ব আইন দিবসের অনুষ্ঠানে অতিথিরা

দেশের সংস্কৃতি, শিল্প ও মেধা বাঁচাতে মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য। এজন্য প্রযোজ্য আইন করতে হবে। আজ ২৫ এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব সংরক্ষণ দিবস উপলক্ষে বাংলাদেশ আইপি ফোরাম (বিআইপিএফ) এর উদ্যোগে আয়োজিত ভলেনটিয়ার ফর আইপি প্রোগ্রামে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত লিওনি কিউলিনেয়া।

অনুষ্ঠানে বক্তারা  বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত বাঁচাতে মেধাস্বত্বর বিকল্প নেই উল্লেখ করে মেধা স্বত্ব সম্পর্কে সকলকে ভালোভাবে জানার অনুরোধ করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সবাইকে বিশেষত তরুণ প্রজন্মকে মেধাস্বত্ব সংরক্ষণে সচেতন হওয়ার প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ প্রমুখ।

বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ বলেন, ইন্টারনেটে ডোমেইন নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব দেশেই আইন আছে, কিন্তু আমাদের দেশে নেই। এটা অত্যন্ত দুঃখজনক।  তাই আমাদের ডোমেইন ট্রেডমার্ক করে নিতে হবে।

সোশাল মিডিয়াতেও মেধাস্বত্ব সংরক্ষণ করার প্রতি গ্রুরুত্ব দিয়ে হামিদুল মিজাবাহ বলেন, আমাদের দেশের তরুণ ছেলেমেয়েরা গেম বানাচ্ছে।  মেধাস্বত্ব সংরক্ষণ নিয়ে তাদেরও সচেতন হতে হবে।

এছাড়া দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে কপিরাইট ও মেধাস্বত্বের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী তানভীর হায়দার চৌধুরী, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী উরফি আহমেদ, উন্মাদ এর সম্পাদক আহসান হাবীব, কমেডিয়ান নাভিদ মাহমুদ, চলচ্চিত্র পরিচালক আসিফ মুনীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নূজহাত চৌধুরী।

দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী উরফি আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বিভিন্ন অনুষ্ঠানের মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ইদানিং আমাদের বিভিন্ন টিভি চ্যানেল এর অনুষ্ঠান অন এয়ারের এক ঘণ্টার মধ্যেই ইউটিউবে পাওয়া যায়, যেটা অবৈধ।  মেধাস্বত্ব সংরক্ষণ একটা দেশের, একজন সৃষ্টিশীল মানুষের ভবিষ্যৎ পাথেয়। তাই এ ব্যাপারে সবার মনোযোগী হতে হবে। 

অনুষ্ঠানের সনদ প্রদান পর্বে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই (এক্সেস টু ইনফরমেশন) প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ কপিরাইট অফিস, ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস এবং বেসিস।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না