X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১৬ মোবাইল অ্যাপ পেল জাতীয় পুরস্কার

মাহবুবুর রহমান
০৪ মে ২০১৭, ১৯:০১আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:০১

বিজয়ীদের সঙ্গে অতিথিরা ১৬টি মোবাইল অ্যাপ পেল ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার-২০১৬’ দেওয়া হলো। বৃহস্পতিবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


দেশীয় প্রতিষ্ঠানের তৈরি সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের স্বীকৃতি হিসেবে ৮টি ক্যাটাগরিতে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার জিতে নেয় ১৬টি মোবাইল অ্যাপ। তিন ধাপের বিচারকাজ শেষে ১৬টি সেরা অ্যাপ নির্বাচন করা হয়৷ জাতীয় পুরস্কার পাওয়া অ্যাপগুলো ওয়ার্ল্ড সামিট অন মোবাইল অ্যাপ্লিকেশনের ‘গ্লোবাল’ প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এখন পৃথিবীতে ৫০ লাখের মতো মোবাইল অ্যাপ্লিকশন আছে। এরমধ্যে বাংলাদেশি অ্যাপ আছে সাড়ে তিন হাজারের মতো। নিজেদের বিরাট বাজারের চাহিদা মিটিয়ে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগটা নিতে হবে আমাদের। এর প্রস্তুতির জন্য আমরা কাজ করছি। নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেখানে আমরা ১০ হাজার অ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪০টি বিশেষায়িত ল্যাব তৈরি করব। আমাদের বিশ্বাস, এই বিনিয়োগ থেকে আগামী তিন থেকে চার বছরের মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা আয় করবে বাংলাদেশিরা।
বিজয়ী অ্যাপগুলো হলো গভর্নমেন্ট পার্টিসিপেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ব্যাট চেকার, রানার আপ প্রাইমারি স্কুল মনিটরিং। মিডিয়া ও নিউজে চ্যাম্পিয়ন ইয়ুথ অপুরচুনিটিস, রানার আপ হাউ আই ওয়ার্ক। এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইলে চ্যাম্পিয়ন হিরোস অব সেভেন্টি ওয়ান ও রানার আপ ল্যান্ড নক। লার্নিং অ্যান্ড এডুকেশনে চ্যাম্পিয়ন নিলিমার বায়োস্কোপ ও রানার আপ ব্রেইন ইকুয়েশন। এনভায়রনমেন্ট ও হেল্থে চ্যাম্পিয়ন জলপাই ও রানার আপ বেবিটিকা। ট্যুরিজম ও কালচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌকা বাইচ, রানার আপ পথ দেখুন। ইনক্লুশন ও এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন কলোরব রানার আপ ওটিজম বার্তা। বিজনেস অ্যান্ড কমার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডেসকো, রানার আপ শপ আপ।
অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় বেশ কিছু মাইলফলক পূর্ণ করেছে। তার অনেকগুলোই তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে হয়েছে। আমাদের ডেভেলপাররা বিশেষ করে তরুণ প্রযুক্তিবিদদের হাত ধরেই এ উন্নয়ন অব্যাহত থাকবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, সাহিত্যিক আনিসুল হক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ-সহ আরও অনেকে।
এদিন সেরা অ্যাপকে স্বীকৃতি জানানোর পাশাপাশি অনুষ্ঠিত হয় জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন সেমিনার। এতে আলাদা আলাদা ৭টি সেশনের আয়েজন করা হয়৷ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে টেকনিক্যাল সেশনের পাশাপাশি সফলদের গল্প শোনা, অ্যাপ তৈরিতে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনার জায়গাগুলোও তুলে ধরা হয়। সেমিনারে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমি রাফসানজামিসহ আরও অনেকে।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া