X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংবাদকর্মীর চ্যালেঞ্জ

হিটলার এ. হালিম
১৩ মে ২০১৭, ২০:০৩আপডেট : ১৩ মে ২০১৭, ২০:০৩

হিটলার এ. হালিম ১২ বছর এক বাসায় থেকে সম্প্রতি নতুন বাসায় উঠেছি। উঠেই তো মাথায় হাত! বাসায় পানি আসে না, মোবাইলের নেটওয়ার্ক থাকে না। ভয়েস কলের অবস্থা এতই খারাপ যে, ইন্টারনেটের কথা আর নাইবা বলি। কয়েকদিনের মধ্যে পানির সমস্যা মিটলো বটে কিন্তু নেটওয়ার্ক?
মাঝে মাঝে মোবাইলে নেটওয়ার্ক উঁকি দিয়ে যায় কিন্তু কানেক্ট হওয়ার আগেই উধাও। বাসা থেকে নেমে রাস্তায় এলে কিছুটা পাওয়া যায়। ফলে রাজধানীর মিরপুরে বসবাস করেও নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকতে হয়। অথচ কাজ করি অনলাইন গণমাধ্যমে, যেখানে যেকোনও ফরম্যাটে 'কানেক্ট’ থাকা ‘
নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট না থাকায় সম্প্রতি দেশে দুই-একটি বড় ঘটনা ঘটে গেলেও নিজে থেকে গিয়েছি অন্ধকারে। ফলে সবসময় নেটওয়ার্কে থাকাও অনলাইন গণমাধ্যমকর্মীদের বড় চ্যালেঞ্জও বটে।
তাই কানেক্টিভিটি বলতে এখন শুধু ফিজিক্যাল যোগাযোগকেই বোঝায় না, অনলাইন-অফলাইন দুই ধরনের যোগাযোগকেই বুঝিয়ে থাকে, যেখানে শুধু ভয়েসেই নয়, ইন্টারনেটেও কানেক্ট থাকার বাধ্যবাধকতা রয়েছে। ২৪ ঘণ্টার চ্যালেঞ্জ যেখানে, সেখানে নেটওয়ার্কের বাইরে থাকার কোনও সুযোগ নেই। নেটওয়ার্কের বাইরে থাকার অর্থ পিছিয়ে পড়া। একটি ঘটনা ঘটে যাওয়া মানে হাজার জোড়া চোখ সেই ঘটনার ওপর দৃষ্টি ফেলছে, সেখানে আমার চোখ নেই মানে আমাদের অনলাইনও অনুপস্থিত। ফলে ২৪ ঘণ্টাই আমাদের ‘মাছের মতো চোখ’ খোলা রাখতে হয়।
দেশে-বিদেশে কোনও ঘটনা ঘটলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনও ভাইরালও হয়ে যায়। তাই বিকল্প অনলাইন গণমাধ্যম হয়ে ওঠা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে এগিয়ে থাকাটাও হালের অনলাইন সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ।
আজকাল অনুষ্ঠান আয়োজকদের অনেকেই ফেসবুক লাইভের আয়োজন করেন। ফলে রাজধানীর যানজট পেরিয়ে সময়মতো অনুষ্ঠানে পৌঁছতে না পারলেও কোনও সমস্যা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইভ হবে কিনা, তা আগে জানা থাকলে অনুষ্ঠানটির ফেসবুক লাইভ দেখেও সবার আগে অনলাইনে প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে। সম্প্রতি অনলাইন সাংবাদিকতায় এ ধরনের প্রযুক্তি ব্যবহারের হার বাড়ছে।

অনেকে বলেন, অনলাইনে সাংবাদিকতা করতে ল্যাপটপ লাগবেই। হালে এই কথা তেমন একটা খাটছে না। আগে হয়তো ব্যাপারটা ছিল কিন্তু এখন সাংবাদিকের হাতের স্মার্টফোনটিই ল্যাপটপের বিকল্প হিসেবে কাজ করছে। কোনও অনুষ্ঠানে যেতে যেতে বা গিয়ে কী বিষয়ে অনুষ্ঠান, তা স্মার্টফোনের নোটপ্যাডে লিখে রাখা যায়। অনুষ্ঠানের চুম্বক অংশ জানার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সংযুক্ত হয়ে চট করে মেসেঞ্জার বা যেকোনও ওটিটি (ওভার দ্য টপ) সার্ভিস ব্যবহার করে অফিসে পাঠিয়ে দেওয়া যাচ্ছে। ফলে সাংবাদিকতার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তিকে জানা-বোঝাও এখন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়াটাই এখন স্মার্ট জার্নালিজম বলে মনে করি।

লেখক: ইনচার্জ- টেক অ্যান্ড গ্যাজেটস

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা