X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ কোডার্স টাস্ট্রের

মাহবুবুর রহমান
২২ মে ২০১৭, ১৯:২৫আপডেট : ২২ মে ২০১৭, ১৯:২৫

সংবাদ সম্মেলন ঘরে বসেই দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করছে কোডার্স ট্রাস্ট। ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শিখবে সবাই’ শ্লোগান নিয়ে রবিবার রাতে বাংলাদেশ আইসিটি জানালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কোডার্স ট্রাস্ট।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্ট -এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী, হেড অব ফাইন্যান্স এবং এইচ আর মিজানুর রাহমান ও ক্যারিয়ার পরামর্শক হাফিজুর রশিদ।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গত ৩ বছরের সফলতার পাশাপাশি নতুন উদ্যোগের কথা জানানো হয়। অনলাইনে ঘরে বসে কীভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে সচেতনতার পাশাপাশি নানা কোর্স করাচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে কোডার্স ট্রাস্ট -এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী বলেন, দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশের সফলতার ওপর ভিত্তি করে কোডার্স ট্রাস্ট এখন বিশ্বের আরও ৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন কোর্স ডিজাইন করি, যা শিক্ষার্থীরা সাধারণত কোর্সের মধ্যেই কাজ পেয়ে থাকে। বর্তমানে আমরা ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি। এ পর্যন্ত শুধু বাংলাদেশেই প্রায় ১ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের মধ্যে ৬০০ -এর বেশি শিক্ষার্থী ফ্রিলান্স্যার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং বাকিদের প্রশিক্ষণ চলছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজের ক্ষেত্রে দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি-টেকনিক্যাল স্কিল। এর অর্থ, আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান যেমন ওয়েব ডিজাইন বা গ্রাফিকস ডিজাইন -এর ওপর ভালভাবে দক্ষ হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে- সফটস্কিল। এর অর্থ, যোগাযোগ এবং নিজেকে উপস্থাপনের পদ্ধতি। আমরা মূলত এই দুই বিষয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রদান করি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে শিখবে সবাই প্রকল্পের মাধমে কোডার্স ট্রাস্ট ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে কোডার্স ট্রাস্ট অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে। এখন অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন