X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রতিটি ইউনিয়ন দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আসবে

দায়িদ হাসান মিলন
২৩ মে ২০১৭, ১৬:৩২আপডেট : ২৩ মে ২০১৭, ১৬:৩২

ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সরকার। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রতিটি ইউনিয়নকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকালে ঢাকা কলেজে জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিবিদ ও বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বর্তমান সময়ের তরুণদের বিশ্বজয়ের স্বপ্ন দেখতে বলেছেন। কলেজ সিলনায়তনে বক্তৃতাকালে বারবার অনুপ্রেরণাদায়ক কথার মাধ্যমে হাজারো তরুণকে উজ্জীবিত করে তোলেন তিনি।
এ সময় মোস্তাফা জব্বার বলেন, তরুণদের পৃথিবী জয়ের স্বপ্ন দেখতে হবে, পাশাপাশি আত্মবিশ্বাস রাখতে হবে। যে কাজই সামনে আসুক না কেন সেটা সঠিকভাবে করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের কাছেই অনুসরণীয়। আমরা আমাদের কাজের মাধ্যমে এ পর্যায়ে এসেছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা, কলেজের শিক্ষকবৃন্দ, বেসিসের কর্মকর্তাসহ ইন্টারনেট সপ্তাহে আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার শুরু হওয়া সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান চলবে বুধবার পর্যন্ত।
প্রসঙ্গত, সরকারের বিভিন্ন সেবা, ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ের প্রচার-প্রসার ও ইন্টারনেট গ্রাহক বাড়াতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইন্টারনেট সপ্তাহ-২০১৬ (২৩ মে ২০১৭)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এই মেলার আয়োজন করেছে। ঢাকায় বৃহৎ এই মেলার পাশাপাশি বাংলাদেশের সবকটি উপজেলায়ও পালিত হবে দেশের সর্ববৃহৎ এই ইন্টারনেট উৎসব।

এবারের জাতীয় ইন্টারনেট সপ্তাহে দেশের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নিজস্ব স্টলে তারা তাদের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরছেন। এছাড়া দু’দিনে ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই