X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাইক চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হবে স্মার্টফোন!

মোখলেছুর রহমান
২৭ জুন ২০১৭, ১৪:৩০আপডেট : ২৭ জুন ২০১৭, ১৪:৩০

স্মার্ট ফোন বর্তমানে সড়ক দুর্ঘটনাগুলোর পেছনে মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন ব্যবহারই দায়ী বলে মনে করেন অনেকে। গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা চাটিং করার কারণে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনা ঘটতে দেখা যায়। আর সেক্ষেত্রে যদি গাড়ি বা বাইক চালানো শুরু করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই আপনার স্মার্টফোনটির নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পদ্ধতি থাকত তাহলে কেমন হতো?

হ্যা, ভবিষ্যতে হয়ত আপনাকে আর কষ্ট করে গাড়ি চালানোর সময় আপনার স্মার্টফোনটির সুইচ অফ করতে হবে না। কারণ ডাচ টেলিকম কোম্পানি কেপিএন এমন একটি স্মার্ট লক অ্যাপ তৈরি করেছেন যেখানে অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার বাইকটি আনলক করার সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনের মোবাইল নেটওয়ার্কও নিষ্ক্রিয় হয়ে যাবে।

ডাচ ট্র্যাফিক সেফটি অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত এই স্মার্ট লক অ্যাপটির মূল লক্ষ্য হলো ‘ট্র্যাফিকে স্মার্টফোনের নিরাপদ ব্যবহার’ এই প্রচারণাকে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

ধারণা করা হচ্ছে এটি উঠতি বয়সী বাচ্চাদের বিপজ্জনক ড্রাইভিং থেকে বিরত রাখতে পারবে। তবে স্মার্ট লক অ্যাপের কিছু বিষয় এখনও অস্পষ্টই রয়ে গেছে।

যেমন এই স্মার্ট লক পদ্ধতিতে আপনি আপনার যাত্রাপথটিকে অফলাইনে নিয়ে না যাওয়া পর্যন্ত আপনার ফোন নেভিগেশান কাজ করবে না। আর সেক্ষেত্রে যদি আপনি কোনও দুর্ঘটনার কবলে পড়েন তাহলে কী হবে? অথবা যদি ফোনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি এই স্মার্ট লকটি আর আনলক করতে না পারেন? অথবা স্মার্ট লকটি যদি কোনও কারণে হঠাৎ করে কাজ না করে এবং আপনি আপনার ফোনটিকে আনলক করতে না পারেন?

এক্ষেত্রে কেপিএন অবশ্য বলছে স্মার্ট লকটি বর্তমানে একটি পাইলট প্রজেক্টের অধীনে রয়েছে এবং তারা একটি জরুরি বোতামযুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে যাতে জরুরি মুহূর্তে আনলক না করেও কল করা যায়।

যদিও এটি একটি চমৎকার পদক্ষেপ, তবে সম্পূর্ণ মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে শুধুমাত্র কলিং এবং টেক্সট অ্যাপকে নিষ্ক্রিয় করাই অধিক ভালো হবে বলে অনেকের মত।

যেহেতু স্মার্ট লকটি বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে সম্ভাব্য এই পরিবর্তনটি আসতেই পারে। কেপিএন’র ভাষ্যমতে স্মার্ট লকটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হলে এটি সবার জন্য অবমুক্ত করা হবে। এর প্রাথমিক বাজারমূল্য ধরা হয়েছে একশ ইউরো।

সূত্র: দ্য ভার্জ

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন