X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি!

নুরুন্নবী চৌধুরী
২৮ জুন ২০১৭, ১৫:২২আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:২২

ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি! একশ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার ৫ বছর পরেই ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ২০০ কোটি ব্যবহারকারী যুক্ত হওয়ার এ খবরটি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আজ সকালের হিসেব মতে ফেসবুক কমিউনিটিতে এখন আনুষ্ঠানিক ভাবে যুক্ত আছেন ২০০ কোটি মানুষ! আমরা সারাবিশ্বের মানুষদের একসাথে যুক্ত করতে চাই এবং সারাবিশ্বকে একসাথে আরও কাছাকাছি নিয়ে আসতে চাই। এটা আমার জন্য একটা সম্মান। দীর্ঘ এ যাত্রায় আমি আপনাদের সঙ্গে থাকতে পেরেছি।’

ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি! ২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মার্ক জাকারবার্গ এবং তার সহযোগী এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ ও ক্রিস হিউস মিলে শুরু করেছিলেন ফেসবুক। যাত্রা শুরুর ৮ বছরের মাথায় আনুষ্ঠানিক ভাবে ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়। ২০০ কোটি ব্যবহারকারী নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ সার্ভিসের মধ্যে শীর্ষে আছে ফেসবুক। একই সময়ে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি, বিনামূল্যে বার্তা আদান-প্রদানের অ্যাপ উইচ্যাটের ব্যবহারকারী ৮৮ কোটি ৯০ লাখ, মাইক্রোব্লগিং সাইট টুইটারে ৩২ কোটি ৮০ লাখ এবং স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ২৫ কোটি ৫ লাখে। ইউটিউবের বাইরে ফেসবুকের মালিকানাধীন বিনামূল্যে বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটস অ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যাও ১২০ কোটি। ৭০ কোটি ব্যবহারকারী নিয়ে খুব শিগগিরই এ ক্লাবে যুক্ত হতে যাচ্ছে ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ ইন্সটাগ্রাম।

মাত্র পাঁচ বছরে দ্বিগুণ ব্যবহারকারী যুক্ত হওয়ায় ফেসবুকের সমালোচকেরা অনেকটাই চুপ হয়ে গেছেন। ধারণা করা হচ্ছিল, অন্যান্য অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ফেসবুকেরও জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকবে এবং এ বছর বিজ্ঞাপন থেকে আয়ও কমবে।

ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি অর্জন তবে আমরা বড় হওয়ার পাশাপাশি আমাদের দায়িত্বও বাড়ছে। আশা করছি আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো।’

তথ্যসূত্র: টেকক্র্যাঞ্চ, রয়াটার্স

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি