X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার থেকে

মাহবুবুর রহমান
৩১ জুলাই ২০১৭, ১৯:১২আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৯:২২

সংবাদ সম্মেলনে অতিথিরা গ্রীষ্মকালীন ট্যাব ও ল্যাপটপ মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। মেলা বসবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে। এসব তথ্য জানাতে সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার আয়োজক এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান। তিনি বলেন, মেলায় প্রযুক্তিপ্রেমীরা একই ছাদের নীচে সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব সম্পর্কে জানতে ও কিনতে পারবেন। পাশাপাশি মুল্য ছাড় ও উপহার তো থাকছেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রোনিকসের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী দেওয়ান কানন, হুয়াওয়ের ডিভাইস বিজনেস বিভাগের ব্যবস্থাপক (জনসংযোগ) সুমন সাহা, উই স্মার্ট সলিউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, এডিসন গ্রুপের হেড অব রিটেইল ডেভেলপমেন্ট আসাদুজ্জামানসহ আরও অনেকে।
শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, প্রযুক্তিপ্রেমীরা শাওমিকে বলে ইয়াংদের ব্র্যান্ড। আসলেই শাওমি যে ইয়াংদের ব্র্যান্ড তারই প্রমাণ মিলবে এবারের মেলায়। মেলায় শাওমির প্রতিটি ফোনে চমৎকার সব অফারসহ আরও কয়েকটি নতুন স্মার্ট ফোন উন্মোচন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সেটটি হলো শাওমি এমআই ম্যাক্স-২।
মেলায় হুয়াওয়ে সর্বশেষ প্রযুক্তির হ্যান্ডসেট প্রর্দশন ও বিক্রির পাশাপাশি মেলায় আগত দশনার্থীদের কাছে তাদের সদ্য বাজারে আসা ফোন ওয়াই সিক্স প্রাইমের নানান টেকনিক্যাল দিক তুলে ধরবে।
মূয়ীদুর রহমান বলেন, মেলায় স্যামসাং বেশ কয়েকটি নতুন ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। স্যামসাং ইনোভেশন শোকেসিংও করবে। পাশাপাশি আরও থাকবে গিয়ার ভিআর প্রদর্শনী। মেলা সকাল ১০ টায় শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকাল ৪টায়। মেলা উদ্বোধন করবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার বিজয়ীরা স্মার্টফোন জিতে নিতে পারবেন। এছাড়া মেলায় সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মেলায় অংশ নিচ্ছে স্যামসাং, শাওমি, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, সনি র্যাং গস, আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা এবং আজকের ডিল। মেলার প্লাটিনাম স্পন্সর স্যামসাং ও হুয়াওয়ে। গোল্ড স্পন্সর সিম্ফনি ও উই। সিলভার স্পন্সর অপ্পো, শাওমি, সনি র্যাং গস ও এডাটা। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশ টিকিটের দাম ২০ টাকা।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা