X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশের সম্ভাবনাময় ১১ স্টার্টআপের কথা

রুশো রহমান
১৫ আগস্ট ২০১৭, ১৯:০৮আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:০৮

সম্ভাবনাময় উদ্যোক্তারা দেশে এখন বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন স্টার্টআপ। যেকোনও ধরনের পৃষ্ঠপোষকতা পেলে স্টার্টআপগুলো দেশ সেরা হয়ে বিশ্বের পথে এগিয়ে যাবে। মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন বেশ কিছুদিন ধরে স্টার্টআপদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বের করে নিয়ে আসছে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে।
জিপি অ্যাক্সিলারেটরে চতুর্থ ব্যাচের শীর্ষস্থানীয় ৬টি স্মার্টআপ হচ্ছে:
ক্রাউডওয়্যার:
উন্নয়নশীল দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রাউডসোর্স নেটওয়ার্কিং-এর মাধ্যমে কর্মসংস্থান নিয়ে কাজ করছে ক্রাউডওয়্যার। অটোমেটেড বিজনেস প্রসেসের মাধ্যমে বেকার জনগোষ্ঠীর কাজ পাওয়ার ক্ষেত্রে এ পদ্ধতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
জলপাই ইলেক্ট্রনিকস:
রান্নাঘরের গ্যাসের লাইনে কোনো ধরনের ছিদ্র থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেয় জলপাই ইলেক্ট্রনিকসের তৈরি প্রযুক্তি স্নিফার।
ডাক্তার কই ডট কম:
স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সহজেই ডাক্তার কই প্ল্যাটফর্মের মাধ্যমে রোগীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা ও তথ্য প্রদান করতে পারবে।
ব্যাংক কম্পেয়ার বিডি:
দেশের বিভিন্ন ব্যাংকের সুবিধা-অসুবিধা, আর্থিক লেনদেনের হার তুলনা করে উপযুক্ত ব্যাংক থেকে সেবা নেয়ার ক্ষেত্রে সাহায্য করবে ব্যাংক কম্পেয়ার বিডি।
মাইক্রোটেক:
প্রথমবারের মতো দেশে শিশুদের জন্য ইন্টারঅ্যাক্টিভ প্লেবুক অ্যাপ্লিকেশন বিনো তৈরি করেছে মাইক্রোটেক। এটি একটি অগমেন্টেড রিয়ালিটিভিত্তিক (এআর) অ্যাপ্লিকেশন। খেলার ছলে শিশুরা যেন অংশ নিতে পারে সে লক্ষ্যেই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে মাইক্রোটেক।
বাড়ি কই:
স্মার্ট অ্যাড্রেসিং সিস্টেমের মাধ্যমে যেকোনও অবস্থান খুঁজে বের করতে হাইপার লোকাল লোকেশনভিত্তিক প্ল্যাটফর্ম বাড়ি কই। পাবলিক ট্রান্সপোর্ট সহজেই এ প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনও লোকেশনের অবস্থান খুঁজে বের করতে পারবে।
জিপি অ্যাক্সিলারেটরে চতুর্থ ব্যাচের শীর্ষস্থানীয় ৫টি স্মার্টআপ হচ্ছে:
অল্টার ইয়ুথ:
বাংলাদেশকে ১০০% শিক্ষিতের দেশ হিসেবে গড়ে তুলতে সিটুসি স্কলারশিপ প্ল্যাটফর্ম তৈরি করেছে অল্টার ইয়ুথ। এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাইলেই যেকেউ সরাসরি স্কলারশিপ বা বৃত্তি প্রদান করতে পারবে।
মার্স:
আবহাওয়ার সামগ্রিক তথ্য পর্যবেক্ষণ করে এ সম্পর্কিত উপদেশ প্রদানকারী হিসেবে মার্স উপস্থাপিত হয়েছে। সময়মতো আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস প্রদানের মাধ্যমে জীবন ও সম্পদ রক্ষা করে টেকসই অর্থনীতির প্রবৃদ্ধি নিশ্চিত করবে মার্স।
ফুড টং:
হোমমেড বা বাসায় তৈরি খাবার বিক্রেতার সঙ্গে ক্রেতাকে সংযুক্ত করতে প্ল্যাটফর্ম তৈরি করেছে ফুড টং। ফুড টং-এর অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করে সাশ্রয়ী দামে স্বাস্থ্যসম্মত খাবার ক্রেতাদের বাসায় পৌঁছে দিতে পারবেন বিক্রেতারা।
অভিযাত্রিক:
এটি একটি অনলাইন কমিউনিটিভিত্তিক পর্যটন বিষয়ক প্ল্যাটফর্ম। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরতে দেশিয় স্থানীয় প্রশিক্ষিত অতিথিসেবকদের সঙ্গে ভ্রমণকারীদের সংযুক্ত করে থাকে অভিযাত্রিক।
আমার উদ্যোগ:
ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়, স্টক, ভ্যাট, অ্যাকাউন্টস ও সিআরএম-এর হিসাব সুক্ষ্মভাবে সম্পাদনের জন্য সহজে ব্যবহারযোগ্য একটি অ্যান্ড্রয়েডভিত্তিক সলিউশন হচ্ছে আমার উদ্যোগ।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে