X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় সন্তানের বাবা হলেন জাকারবার্গ

দায়িদ হাসান মিলন
২৯ আগস্ট ২০১৭, ১৭:১৮আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:১৮

স্ত্রী-সন্তানদের সঙ্গে জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জারকারবার্গ দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজের আনন্দের খবর সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি। জাকারবার্গ দম্পতির এবারের সন্তানটিও মেয়ে।
ফেসবুকের প্রধান নির্বাহী তার সদ্য জন্ম নেয়া সন্তানের নাম রেখেছেন ‘অগাস্ট’। তাকে উদ্দেশ করে একটি চিঠিও লিখেছেন জাকারবার্গ। চিঠি শুরু করার আগে তিনি লিখেছেন, আমাদের মেয়ে অগাস্টকে স্বাগত জানাতে পেরে আমি এবং প্রিসিলা খুবই খুশি। তার বেড়ে ওঠার জন্য আমরা যেরকম পৃথিবী চাই, সে বিষয়ে একটি চিঠি লিখেছি। আর সে যেন খুব দ্রুত বড় না হয়ে যায়, সেটাই আশা করছি।
চিঠির শুরুতে জাকারবার্গ লিখেছেন, ‘প্রিয় অগাস্ট, পৃথিবীতে তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি কেমন হবে সেটা দেখার জন্য তোমার মা এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’ এরপর অগাস্টকে উদ্দেশ্য করে আরও অনেক কিছু লিখেছেন তিনি। এই চিঠির সঙ্গে নিজেদের একটি ছবিও যুক্ত করেছেন। সেখানে দেখা যায়, জাকারবার্গের কোলে বসে আছে তাদের প্রথম মেয়ে ম্যাক্সিমা আর প্রিসিলা চ্যানের কোলে রয়েছে সদ্যজাত অগাস্ট।
এদিকে দ্বিতীয় সন্তানের জনক হওয়ায় জাকারবার্গকে অভিনন্দন জানিয়েছে কোটি কোটি মানুষ। এদের মধ্যে বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও রয়েছেন। জাকারবার্গ এবং প্রিসিলাকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, ‘অগাস্টের সামনে অনেক পথ বাকি!’
জাকারবার্গ দম্পতির প্রথম সন্তান জন্মগ্রহণ করে ২০১৫ সালে। তার জন্মের সময় জাকারবার্গ নিজেদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।
সূত্র: ফেসবুক

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া