X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটের গতি ধীর হতে পারে ২১-২৩ সেপ্টেম্বর

হিটলার এ. হালিম
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪

ইন্টারনেট সেবা চলতি মাসের শেষদিকে দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। আগামী ২১-২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামতের কাজ চলবে। এসময় দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। তবে এ সময় বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ করে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।  

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামত একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকদিন হয়ে গেছে মেরামত করা হয় না। এ মাসের ৩ দিন একটি নির্দিষ্ট সময়ে সি-মি-উই-ফোর-এর রিপিটার মেরামতের কাজ চলবে। মেরামতের সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে। তখন ব্যাকআপ হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-ফাইভ) থেকে ব্যান্ডউইথ সরবাহ করে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’ তিনি আরও জানান, সি-মি-উই-ফোর সাবমেরিন ক্যাবল ১ হাজার ২৬০ কিলোমিটার দীর্ঘ। এই দীর্ঘ ক্যাবল পথের বঙ্গোপসাগরের অংশে রিপিটার পরিবর্তন করা হবে। বেসরকারি আইটিসি প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ দিয়েও এ সময়ে ইন্টারনেট সেবা সংক্রান্ত সমস্যা দূর করা হবে।    

সি-মি-উই-ফোর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখন বাংলাদেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে ব্যবহার হচ্ছে ২৫০ জিবিপিএস, যা সরবরাহ করছে বিএসসিসিএল। তবে দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস। অন্যদিকে ৬টি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) প্রতিষ্ঠান আমদানি করছে ১৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ।

এদিকে, ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) তাদের গ্রাহকদের যাতে ইন্টারনেট সেবা বিঘ্নিত না হয় সেজন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আইএসপিগুলো তাদের গ্রাহকদের আগেই সমস্যার কথা জানিয়ে দেবে। অন্য ব্যবস্থা হিসেবে আইটিসি এবং বিএসসিসিএলের বিকল্প পথে আনা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করবে বলে জানা গেছে।  

আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ‘আইটিসি তো রয়েছেই। আর কিছু ব্যাকআপ পাওয়া যাবে বিএসসিসিএল থেকে। ফলে কোনও সমস্যা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে রাউটিংয়ে সমস্যা হতে পারে। ফলে গতি ধীর হওয়ার একটা আশঙ্কা আছে।’

 

/এইচএএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা