X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইউটিউব বেশি দেখে কারা

হিটলার এ. হালিম
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০

ইউটিউব ফরচুন লর্ড নামের একটি ওয়েবসাইটের দেওয়া তথ্যমতে, প্রতিদিন এ সাইটে প্রায় ৫০০ কোটি ভিডিও দেখা হয়ে থাকে। ১৮ থেকে ৪৯ বছর বয়সী মানুষ ইউটিউব ব্যবহারে বেশি আগ্রহী বলে জানায় প্রতিষ্ঠানটি। ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ১১ শতাংশ, ২৫-৩৪ বছরের মধ্যে ২৩ শতাংশ, ৩৫-৪৪ বছরের মধ্যে ২৬ শতাংশ, ৪৫-৫৪ বছরের মধ্যে ১৬ শতাংশ, ৫০-৬৪ বছরের মধ্যে ৮ শতাংশ, ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩ শতাংশ ইউটিউব দেখে থাকেন। অবশিষ্ট ১৪ শতাংশ ব্যবহারকারীর বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফরচুনলর্ডস আরও জানায়, ইউটিউব দর্শকদের ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রের নয়। এছাড়া ইউটিউব ব্যবহারকারীদের ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। বর্তমানে প্রতি মাসে ৩০০ কোটি ঘণ্টা ইউটিউব ভিডিও দেখে থাকেন ব্যবহারকারীরা। স্মার্টফোন থেকে প্রতিদিন ইউটিউব দেখেন গড়ে ১০০ কোটি গ্রাহক।
ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেছেন, ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় কনটেন্টের মধ্যে রয়েছে মিউজিক ভিডিও। ব্যবহারকারীদের ভিডিও দেখা এবং শেয়ারিংয়ের কার্যক্রম পর্যালোচনা করে এই তথ্য দিয়েছেন গবেষকরা।
গানের কথার গ্রাফিকসসহ ভিডিও কিংবা মিউজিক ভিডিও এগুলো ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট। গবেষকদলের সহ-গবেষক আন্তি সালোভারা বলেন, আমরা পর্যালোচনা করে দেখেছি, তিন ধরনের মিউজিক ভিডিও মানুষ ইউটিউবে বেশি খুঁজে থাকে। প্রচলিত বা জনপ্রিয়, ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এবং হঠাৎ পেয়ে যাওয়া ভিডিও।
গবেষকরা জানিয়েছেন, শুধু গান শোনার জন্যও ব্যবহারকারীরা ইউটিউব ব্যবহার করেন। কারণ গানের ক্ষেত্রে ইউটিউবের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। এর কারণ শিল্পীদের পাশাপাশি ব্যবহারকারীরাও জনপ্রিয় গানগুলোর ভিডিও আপলোড করেন। কখনও কখনও লাইভ পারফরম্যান্সের ভিডিও দেওয়া থাকে। একটি গানের অনেকগুলো সংস্করণ পাওয়া যায় বলেই ইউটিউব এতো জনপ্রিয়।
বর্তমান সময়ে এগুলো ছাড়াও ইউটিউব লাইভ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এখন এই লাইভে উপভোগ করা যায়। এছাড়া তরুণরা বিশেষ করে যারা খেলা দেখতে পছন্দ করেন, তাদের কাছে ইউটিউব লাইভের জনপ্রিয়তা অনেক বেশি। পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বের করতেও অনেকে ইউটিউবের দ্বারস্থ হয়ে থাকেন। কারণ এতে প্রায় সব ধরনের টিউটোরিয়ালের ভিডিও পাওয়া যায়। সম্প্রতি প্রায় ৫০ জন তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিক কোনও সমস্যা থেকে বের হয়ে আসতে ইউটিউবের ওপর আস্থা রাখেন তারা।

ইউটিউবের নিজস্ব ব্যয় নির্বাহের জন্য প্রতি বছর ৬৩৫ কোটি ডলারের বেশি অর্থের প্রয়োজন হয়। ইউটিউব থেকে বছরে গুগলের আয় হয় ৪০০ কোটি ডলারের বেশি। এই আয়ের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করা ব্যক্তি হলেন পিউডিপাই। তিনি ২০১৫ সালে সাইটটি থেকে ১২ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেন। পিউডিপাই হলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়