X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অসলোতে টেলিনর ইয়ুথ ফোরামের জন্য দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্বাচিত

টেক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৪

টেলিনর ইয়ুথ ফোরামের বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্বে অতিথিদের সঙ্গে বিজয়ীরা টেলিনর ইয়ুথ ফোরামের বাংলাদেশ রাউন্ডে বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাকিব রহমান শাওন ও ঢাবি’র ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী মিয়া মো খেইং যোগ দেবেন টেলিনর ইয়ুথ ফোরামের চূড়ান্ত পর্বে। ডিসেম্বর মাসে নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হবে ওই চূড়ান্ত পর্ব। মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে রবিবার (২৪ সেপ্টেম্বর) এই আয়োজনের বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সাত প্রতিযোগী বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্বে বিচারকদের সামনে নিজেদের ধারণাগুলো উপস্থাপন করেন। এর মধ্য থেকে বিজয়ী হন রাকিব রহমান শাওন ও মিয়া মো খেইং। তাদের ধারণাগুলো ছিল যথাক্রমে ‘মেক দেম স্ট্রং’ ও ‘মুক্তি’। এই দু’জন ৮ থেকে ১১ ডিসেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য টেলিনর ইয়ুথ ফোরামের চূড়ান্ত পর্বে যোগ দেবেন।
বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন। এছাড়া, গ্রামীণফোনের সিইও ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমানের প্ল্যাটফর্ম থেকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নোবেল পিস সেন্টার (এনপিসি) ও টেলিনর গ্রুপ যৌথভাবে ১৩টি দেশে টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজন করেছে। এসব দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় জীবন বদলানো ধারণা উপস্থাপনের সুযোগ পান প্রতিযোগীরা। এ বছর বাংলাদেশ রাউন্ডে এই প্রতিযোগিতায় প্রায় ১৪শ প্রতিযোগী অংশ নেন।

/এইচএএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা