X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিক্রি হয়ে গেলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ

দায়িদ হাসান মিলন
০৩ অক্টোবর ২০১৭, ২১:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২১:০০

মুসলিম প্রো অ্যাপ মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রোর মূল প্রতিষ্ঠান বিটসমিডিয়া বিক্রি হয়ে গেছে। সিঙ্গাপুরের সিআইএমএ ক্যাপিটাল পার্টনারস এবং মালয়েশিয়ার আফিন হং অ্যাসেট ম্যানেজমেন্ট যৌথভাবে অ্যাপটি কিনেছে।
বিক্রি হয়ে গেলেও এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাপটির প্রতিষ্ঠাতা ও শুরু থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসা আরওয়ান মেইস। এখন থেকে নতুনভাবে অ্যাপটিকে আরও এগিয়ে নেওয়ার কাজ করে যাবেন বলে জানান তিনি।
বিটসমিডিয়া কত দামে বিক্রি হয়েছে এমন প্রশ্নের জবাবে মেইস বলেন, আমাদের প্রতিষ্ঠান এই বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এটুকু বলতে পারি যে, এটা ৮ ডিজিটের আমেরিকান ডলার অংকে বিক্রি হয়েছে।
বিটসমিডিয়া এবং মুসলিম প্রো অ্যাপ মুসলমানদের ধর্মীয় বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ব্যবহারকারী যে দেশেই থাকুন না কেন, অ্যাপটি দিয়ে নামাজের সঠিক সময় জানা সম্ভব হয়। এছাড়া পশ্চিম কোনদিকে তাও জানা যায় অ্যাপটি দিয়ে। বিটসমিডিয়ার মুসলিম প্রো অ্যাপে রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ, বিভিন্ন দোয়া এবং জাকাত হিসাব করার জন্য ক্যালকুলেটর।
কিনে নেওয়ার পর সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দুটি প্রতিষ্ঠান অ্যাপটিকে আরও উন্নত করবে বলে শোনা যাচ্ছে। অ্যাপকেভিত্তি করে মুসলমানদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনাও করছে তারা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে হালাল খাদ্য বিক্রেতা, বিভিন্ন হজ এজেন্সি ও ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

মুসলিম প্রো অ্যাপটি এখন পর্যন্ত ডাউনলোড করা হয়েছে ৪ কোটি ৫০ লাখেরও বেশিবার। অ্যাপ কর্তৃপক্ষের দাবি, বর্তমানে মাসে প্রায় ১ কোটি ব্যবহারকারী এটা ব্যবহার করছেন। মুসলিম প্রোর দৈনিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ২০ লাখ। এই অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায়।

 সূত্র: টেক ইন এশিয়া, মাই নিউ ডেস্ক

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!