X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কেন স্ন্যাপচ্যাট এত জনপ্রিয়?

মোখলেছুর রহমান
০৬ অক্টোবর ২০১৭, ২২:০৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২২:০৫

 

কেন স্ন্যাপচ্যাট এত জনপ্রিয়? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সহজে ব্যবহারযোগ্য হওয়ায় দিনে দিনে স্ন্যাপচ্যাটের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র জে জে ডেলাক্রাজ  বলেন, বিনোদন ও বিভিন্ন  প্রয়োজনে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি স্ন্যাপচ্যাট ব্যবহার করছে।

কিছু লোকের জন্য এটি বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যোগাযোগের আতঙ্ক দূর করতে সক্ষম। কারণ এখানে তাদের মুখোমুখি হুমকির সম্মুখীন হতে হয় না। আবার একই সময়ে, এমন ব্যক্তিরাও আছেন, যারা এর প্রতি আসক্ত হয়ে পড়েন।

তবে ডেলাক্রাজের মতে, স্ন্যাপচ্যাট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এর সংক্ষিপ্ততার কারণে। বিশেষ করে, যারা পাবলিকলি কারও সঙ্গে যোগাযোগ করতে দ্বিধাগ্রস্ত, তাদের জন্য এটি আকর্ষণীয় মাধ্যম। এর মাধ্যমে একইসময়ে একসঙ্গে দ্রুত অনেক পোস্ট করা যায়, যা শুধু কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নারিসরা পুন্নিয়ানান্ট-কার্টার বলেন, ‘আমি লক্ষ করেছি, কিছু মানুষ সব সময়ই এটি ব্যবহার করছে।’ এটি প্রথাগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে শুধু ১০ সেকেন্ডের একটি স্ন্যাপ রেকর্ড করা যায়।

এই গবেষণার জন্য গবেষকরা স্নাপচ্যাট ব্যবহার করে, এমন কয়েকজন ছাত্র-ছাত্রীদের বেছে নেন এবং তাদের চাহিদা, প্রেরণাগুলোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের কারণ  সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেন।

সাধারণ সোশাল মিডিয়া ব্যবহারের পেছনে কোন কোন অনুপ্রেরণা বা বৈশিষ্ট্য কাজ করে এবং কিভাবে তারা স্কেচচ্যাটের মতো সামাজিক মাধ্যমের দিকে আকর্ষিত হলেন, সে সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় ওই গবেষণায়।

স্ন্যাপচ্যাটের জনপ্রিয়তার পেছনে যে দু’টি বড় ফ্যাক্টর ভূমিকা রাখছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো, এর পোস্টের সংক্ষিপ্ততা।

এতে যেহেতু বিষয়বস্তু দ্রুত অদৃশ্য হয়ে যায় এবং ব্যবহারকারীরা তাদের জীবনকে সহজেই অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন, তাই স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা চাপমুক্তভাবে অসাধারণ রূপে নিজেদের উপস্থাপন করতে পারেন।

সূত্র: গেজেটসনাউ

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ