X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে রয়েছে নানা আয়োজন

টেক রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২০:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:১৮

গেমিং জোন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭ শীর্ষক প্রদর্শনী। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। প্রায় ৬ হাজার ৫০০ বর্গমিটার জুড়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রদর্শনীতে অংশ নিয়েছে। তথ্যপ্রযুক্তির নতুন পণ্য, সেবা, জীবনশৈলী ও ধারণা উপস্থাপন করছে এসব প্রতিষ্ঠান। ১৩২টি প্যাভিলিয়ন ও স্টলে বিভিন্ন সেবা প্রদর্শন করা হচ্ছে। ছাড় ও উপহারে বিক্রি করা হচ্ছে প্রযুক্তিপণ্য।

মেলার আহ্বায়ক সুব্রত সরকার জানান, এবারের মেলা শুরু থেকেই জমজমাট। সবাই দারুণ সাড়া দিয়েছেন। তরুণদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। এবার মেলায় তরুণ উদ্ভাবকদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এবারের মেলায় ৮টি দেশ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী, প্রতিনিধি, বিশেষজ্ঞ বক্তা অংশ নিচ্ছেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিটুবিতে (বিজনেস টু বিজনেস) অংশ নেবেন। এতে দেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা আরও বাড়বে।

প্রদর্শনীতে আর থাকছে লোকাল ম্যানুফ্যাকচারার্স ফোরাম, গেমিং জোন, সেলফি তোলা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিট দ্য লিডারস, লাইভ ইভেন্টের আয়োজন রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে। প্রদর্শনী চলাকালে মেলা প্রাঙ্গনে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ প্রসঙ্গে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর ইনোভেশন জোন

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এমপ্লয়েবিলিটি স্কিলস, ৫টা থেকে ৭টা পর্যন্ত ট্রেড সিম্পলিফিকেশন অ্যা ই-ট্রেড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর শেষ দিন শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আইটুআই সেশন র‌্যাপআপ করা হবে।  

প্রদর্শনীর বিস্তারিত থাকছে www.ictexpo.com.bd সাইটে। ফেসবুকেও (www.facebook.com/BangladeshICTexpo) প্রদর্শনী নিয়ে থাকছে নানা আয়োজন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

প্রদর্শনীতে স্মার্টের অফার:

প্রদর্শনীতে বিভিন্ন পণ্যের সঙ্গে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। এইচপির নির্দিষ্ট মডেলের ল্যাপটপের সঙ্গে থাকছে রঙিন প্রিন্টার, ডেলের বিভিন্ন ল্যাপটপে মডেলভেদে উপহার হিসেবে থাকছে ক্যানন প্রিন্টার, স্পিকার, ওয়্যারলেস মাউস ও টি-শার্ট। অ্যাভিরা অ্যান্টিভাইরাসের সঙ্গে পাওয়া যাচ্ছে পিজা হাটের গিফট ভাউচার। এছাড়া লেনোভো, এসার, অ্যাপল, কোরসেয়ার, নেটিস, লজিটেক ও গিগাবাইট পণ্যে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

 

 

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি