X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইনফো-সরকার প্রকল্প নিয়ে সৃষ্টি জটিলতার অবসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

ইনফো সরকার -৩ ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প নিয়ে সৃষ্টি জটিলতার অবসান হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির মধ্যস্থতায় এই জটিলতার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিটিআরসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে এনটিটিএন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাজের আওতার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান এইএসপিএবির প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে ইনফো-সরকার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ বাস্তাবায়ন করা হবে। তিনি আরও বলেন, এনটিটিএন শুধু তাদের লাইসেন্সের আওতাধীন কাজ বাস্তবায়ন করবে এবং একইভাবে আইএসপিগুলো তাদের লাইসেন্সে বর্ণিত নির্ধারিত কাজ বাস্তবায়ন করবে।
বৈঠকের পরে এ বিষয়ে আর কোনও ভুল বোঝাবুঝির অবকাশ নেই বলে আইএসপির প্রতিনিধিরা অভিমত ব্যক্ত করেন। আইএসপিএবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
বৈঠকের শেষ পর্যায়ে আইএসপিএবি’র সভাপতি ও সাধরণ সম্পাদক তথ্যপ্রযুক্তি খাতে সরকারের সব কর্মসূচি এবং প্রকল্পের প্রতি ইন্টারনেট সেবাদাতাদের সম্পূর্ণ আস্থা ও সমর্থন আবারও ব্যক্ত করেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট