X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ২২:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২২:৫০

গ্রামীণফোন আয়োজিত ‘চাইল্ড অনলাইন সেফটি’ শীর্ষক কর্মসূচি সামান্য কিছু প্রতিরোধ ও সাধারণ জ্ঞানের মাধ্যমেই ইন্টারনেটকে শিশুদের জন্য নিরাপদ করে তোলা সম্ভব। সমাজের সব স্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই এটা বাস্তবায়ন করা যাবে। ইন্টারনেটকে শিশুদের জন্য নিরাপদ করে তুলতে মোবাইল অপারেটর গ্রামীণফোন আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। রবিবার (১২ নভেম্বর) স্যার জন উইলসন স্কুলে ‘চাইল্ড অনলাইন সেফটি’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সহায়তায় এ বছরের সেপ্টেম্বর মাসে এ কর্মসূচি শুরু করে গ্রামীণফোন। এ কর্মসূচির মাধ্যমে দেশের আড়াইশ’র বেশি স্কুলের ৫০ হাজারের বেশি শিক্ষার্থীকে নিরাপদ ইন্টারনেট নিয়ে সচেতন করে তুলতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘দেশজুড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটে নিরাপদে থাকা ও দায়িত্বশীল হয়ে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’
স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শাহেদ বলেন, ‘একটি স্কুল হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দিকনির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা গত কিছুদিন ধরে ইন্টারনেটে নিরাপত্তা নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছি। শিক্ষার্থীরা যেন ইন্টারনেটে বিপদ সম্পর্কে আরও সচেতন থেকে দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারে, সেই উদ্যোগ নেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং হেড অব সাসটেইনেবিলিটি রাসনা হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ আছে এমন মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে টেলিনর পরিচালিত এক জরিপে দেখা গেছে, অর্ধেক শিক্ষার্থীই অনলাইনে সাইবার বুলিং বা অনিরাপদ পরিস্থিতির শিকার হতে পারে। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সাধারণ জ্ঞানের ব্যবহারের মাধ্যমে এগুলো এড়ানো সম্ভব।
‘চাইল্ড অনলাইন সেফটি’ কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যে এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতে পারবে কিভাবে ইন্টারনেটে নিরাপদে ব্রাউজিং করতে হয়। এ বছরের কর্মসূচির আগে গ্রামীণফোন নিরাপদ ইন্টারনেট কর্মসূচি নিয়ে দেশের ৫শ বিদ্যালয়ের ৮০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে এবং বিদ্যালয়ে বিভিন্ন প্রচারণার আয়োজন করার মাধ্যমে নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের গাইডবই বিতরণ করেছে।

/এইচএএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!