X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফায়ারফক্সের নতুন সংস্করণ ‘কোয়ান্টাম’

নুরুন্নবী চৌধুরী
১৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৯

ফায়ারফক্স কোয়ান্টাম অবমুক্ত হলো জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ ‘কোয়ান্টাম’। আগের যেকোনও সংস্করণের চেয়ে আরও দ্রুতগতির সুবিধা নিয়ে চালু হলো ফায়ারফক্সের এ সংস্করণটি। এটি ফায়ারফক্সের ৫৭তম সংস্করণ। ফায়ারফক্সের গবেষণা দলের দীর্ঘ গবেষণা শেষে তৈরি নতুন এ সংস্করণটিতে একই সঙ্গে একাধিক ব্রাউজারে দ্রুতগতিতে ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা যুক্ত হয়েছে। অনেক ট্যাবে ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আরও কম মেমোরি ব্যবহার হবে যা এবারের সংস্করণের মূল বৈশিষ্ট্য বলে মনে করছেন ফায়ারফক্সের কর্মকর্তারা।
২০০৪ সালে ফায়ারফক্সের ১.০ সংস্করণ চালুর পর এটিই প্রথম সবচেয়ে বড় হালনাগাদ সংস্করণ। আর তাই আগ্রহীদের নতুন এ সংস্করণটি ডাউনলোড করেই বিষয়টি পরীক্ষার আহ্বান জানিয়েছে ফায়ারফক্স কর্তৃপক্ষ।
দ্রুতগতির পাশাপাশি নতুন এ সংস্করণের ইউজার ইন্টারফেসেও এসেছে পরিবর্তন। নতুন এ ডিজাইনকে বলা হচ্ছে ‘ফোটন’। এতে আধুনিক সব ধরনের হার্ডওয়্যার উপযোগী সুবিধা যুক্ত করা হয়েছে যাতে ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি ফায়ারফক্সের। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য এ সংস্করণে ডিফ্ল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রয়েছে গুগল। অন্য দেশের ব্যবহারকারীদের জন্য গুগলের পাশাপাশি অন্যান্য সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
নতুন সংস্করণের বিষয়ে এক ব্লগে পোস্টে মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস বেয়ার্ড বলেন, নতুন এ সংস্করণটি আগের যেকোনও সংস্করণের চেয়ে আলাদা এবং এটি অনেক শক্তিশালী। আশা করছি নতুন এ সংস্করণটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা নতুন এক ফায়ারফক্স খুঁজে পাবেন।
এবারের সংস্করণে সব মিলিয়ে ৭০০ জন কোডার প্রোগ্রামিং কোড লিখে অংশ নিয়েছেন। এছাড়া সারা বিশ্বের ৮০ জন স্বেচ্ছাসেবক কোড ডেভেলপমেন্টে সহায়তা করেছেন। বরাবরের মতো এবারের সংস্করণও বাংলাসহ নানা ভাষায় ব্যবহারের সুযোগ রয়েছে। উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স ব্যবহারকারীদের পাশাপাশি নতুন এ সংস্করণটি অ্যাপলের আইওএস এবং অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে। নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে www.mozilla.org/en-US/firefox ঠিকানা থেকে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা