X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘শান্তির জন্য’ আইসিটিভিত্তিক সমস্যার সমাধান নিয়ে প্রতিযোগিতা

রুশো রহমান
১৭ নভেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:১৯

প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিরা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘টেক ফর পিস’ অনুষ্ঠান  এই কর্মসূচির আওতায় দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সমাজে শান্তির জন্য প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক কেটি ক্রোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী।
আয়োজকরা জানান, প্রযুক্তিবান্ধব তরুণদের সমাজের শান্তি প্রতিষ্ঠাকল্পে অন্তুর্ভুক্তির জন্য ‘টেক ফর পিস’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে তরুণরা তাদের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সমাজের সমস্যা দুরীকরণে অবদান রাখবেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শীক্ষার্থীদের ১৪টি দল। সেরা তিন দলের স্বীকৃতি পায় বুয়েটের ‘টিম স্ট্রেরাডিয়ান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘টিম আরএমএস’ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ‘টিম নো ক্রাইম’। প্রতিটি বিজয়ী দল তাদের প্রকল্প উন্নয়নে দুই লাখ টাকা সমমানের ‘প্রযুক্তি পরিচর্যা সেবা’ পাবেন আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

পাশাপাশি, ইউআইইউ থেকে টিম টেসার‍্যাক্ট এবং বুয়েটের টিম স্কয়ারকেও অপেক্ষমান বিজয়ী ঘোষণা করা হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক কেটি ক্রোক বলেন, অংশগ্রহণকারী দলগুলোকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা তাদের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সামাজিক সম্প্রীতি ও সহনশীলতার সংস্কৃতিকে এগিয়ে নেবে। 

সুশান্ত কুমার সাহা তার বক্তব্যে দেশের প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, আমাদের দেশে অধিকাংশ প্রতিযোগিতায় সেরা হওয়া প্রকল্পগুলো আয়োজন শেষে হারিয়ে যায়। আমাদের প্রচেষ্টা থাকবে বিশেষ পরিচর্যা কার্যক্রমের (ইনকিউবেশন) মাধ্যেম বিজয়ী প্রকল্পগুলোকে সামাজিক সমস্যা দূরীকরণে প্রতিষ্ঠিত করা।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!