X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশুদের নিরাপত্তা দেবে ‘সেফ কিডস’ সফটওয়্যার

মাহবুবুর রহমান
২৯ নভেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৩২

সংবাদ সম্মেলনে অতিথিরা শিশুদের ব্যাবহারযোগ্য সবধরনের ডিজিটাল ডিভাইসে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাব ‘ক্যাসপারস্কি সেফ কিডস’ অবমুক্ত করেছে। সেফ কিডস বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাসপাস্কির পরিবেশক অফিস এক্সট্রাক্টস বুধবার রাজধানীর বাংলামটরে বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন অফিস এক্সট্রাক্টস -এর প্রধান নির্বাহী প্রবীর সরকার। তিনি বলেন, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনায় ক্যাসপারস্কি তার শ্রম ও সেবা দিয়ে যাচ্ছে। সামাজিক দায়িত্ববোধ ও সময়ের চাহিদার কথা সর্বোচ্চ বিবেচনায় রেখে ক্যাসপারস্কি সেফ কিডস সেবা নিয়ে এসেছে। তিনি আরও বলেন, ইন্টারনেটের ভালো মন্দ দুটি দিকই রয়েছে।  মন্দের হাত থেকে রেহাই পেতে ইন্টারনেটকে এড়িয়ে চলা বা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া মোটেই সঠিক সমাধান নয়। সচেতনতা এবং অনলাইনে নিশ্চিত নিরাপত্তাই শিশুদের নিরাপদ রাখতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাসপারস্কি সেফ কিডস বিশেষভাবে শিশুদের জন্য ইন্টারনেটে সুরক্ষা দিতে সক্ষম। সফটওয়্যারটি ডিজিটাল ডিভাইসকে ভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের ইন্টারনেট নিরপত্তার নিশ্চিত করবে। কোমলমতি শিশু ইন্টারনেটে কতক্ষণ অবস্থান করছে, কোন ডিভাইস থেকে সে ইন্টারনেটে প্রবেশ করছে, কি কি সাইট দেখছে এমনকি ইন্টারনেট ব্যবহারের সময়সীমাও বেঁধে দেওয়া যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে সেফ কিডস দিচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং, অ্যানড্রয়েড কল এবং এসএমএস ট্র্যাকের সুবিধা। 

অভিভাবকদের সেফ কিডস বিষয়ে যেকোনও পরামর্শ এবং গাইডলাইন দিতে অফিস এক্সট্রাক্টস আলাদাভাবে সাপোর্ট চ্যানেল খুলেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী মাস থেকে দেশে শিশু নিরাপত্তার প্রচারণার কাজ করবে সেফ কিডস।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা