X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘আগে ফিল্ম তৈরি, পরে টিকিট বিক্রি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২

‘ফিল্ম তৈরির আগে যদি টিকিট বিক্রির চিন্তা মাথায় থাকে তাহলে ভালো ফিল্ম নির্মাণ করা সম্ভব নয়। ফিল্ম তৈরি শেষ হলেই টিকিট বিক্রির চিন্তা করতে হবে। টিকিটের টাকা দিয়েই পরবর্তী ফিল্মের ফান্ড তৈরি হবে।’ বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিন দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ধন্যবাদ’ নামক অনুষ্ঠানে কথাগুলো বলেন অস্কারজয়ী বাংলাদেশি নাফিস বিন জাফর।

বক্তব্য রাখছেন নাফিস বিন জাফর প্রসঙ্গত, ২০১৫ সালে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের দেওয়া সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড পান নাফিস বিন জাফর। প্রতি বছর চলচ্চিত্রে প্রয়োগ উপযোগী প্রযুক্তি উদ্ভাবনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস অ্যান্ড’ ছবিতে ডিজিটাল ফ্লুইড ইফেক্টস প্রযুক্তি প্রয়োগের জন্য অস্কার জিতেছিলেন তিনি।

শুরুতেই নাফিস বলেন, ‘আজ আমি আমার ফিল্ম ক্যারিয়ার নিয়ে কথা বলবো। হয়তো আমার গল্প শুনে কেউ কেউ উদ্বুদ্ধ হতে পারেন। আমার যাত্রাটা মসৃণ ছিল না। আমি কাজ করতে করতে শিখেছি। শুরুতে আমি একা ছিলাম। আর এখন আমার সঙ্গে ৫০০ লোক কাজ করছে। সিনেমা তৈরি একার কাজ নয়। এটি একটি টিম ওয়ার্ক।’

নাফিস আরও বলেন, ‘অ্যানিমেশন ফিল্ম নিয়ে কাজ করতে হলে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হয়। যেহেতু আমি একজন সফটওয়্যার প্রকৌশলী তাই আমার এ সম্পর্কে ধারণা ছিল। বাকিটা আমি কাজ করতে করতে শিখেছি। শুরুতে যে কাজ করতে আমার এক মাস লেগেছে, পরবর্তীতে সেই একই কাজ আমার করতে কয়েক মুহূর্ত লেগেছে।’

আমি ছিলাম একা, শুরুও করেছিলাম একা উল্লেখ করে নাফিস বলেন, ‘আর এখন আমি টিমকে নেতৃত্ব দিই। সবাইকে ম্যানেজ করাই আমার কাজ। আমার স্বপ্ন আমি অন্যদের সহযোগিতায় পূরণ করছি। যার ফলশ্রুতিতে আমি দু’বার অস্কার পেয়েছি। অ্যানিমেশন ফিল্মে বিজ্ঞানের সর্বোত্তম ব্যবহার হয়। এখানে যেমন গ্রাফিক্স লাগে তেমনি লাগে গণিত, জ্যামিতি, ভিজুয়াল ইফেক্টস। এটা আসলে একটা গল্প বলার মতো। দৃশ্যগুলোকে সফটওয়্যারে সাজাতে হয়। এজন্য স্টোরি টেলিং খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি তরুণদের পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা যদি এই সেক্টরে কাজ করতে চান তবে থিয়েটারে কাজ করুন। নাটকে কাজ করুন। প্রথমে ছোট গল্প তৈরি করুন, শর্ট ফিল্ম বানান। প্রয়োজনে টিভিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। এসব কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন আপনার কোন কাজটা ভালো লাগে। একটা নাটক কিংবা ছবিতে শুধু ক্যারেক্টার ছাড়াও পেছনে অনেক কিছু থাকে। সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। না হলে ভালো ফিল্ম মেকার হওয়া যাবে না।’

নাফিস বিন জাফর আরও বলেন, ‘গ্রাফিকস বা অ্যানিমেশন নিয়ে কাজ করতে হলে তিনটি বিষয় একজন মানুষের মধ্যে থাকতেই হবে। এগুলো হলো প্রচণ্ড ধৈর্য, ইচ্ছেশক্তি ও কাজের প্রতি ভালোবাসা। এগুলো না থাকলে কোনওভাবেই ভালো করা যাবে না।’

ধন্যবাদ অনুষ্ঠান চলাকালে পুরো হল অব ফেম ছিল দর্শকে পরিপূর্ণ। বেশিরভাগই ছিলেন তরুণ শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব নাফিস বিন জাফর ইংরেজি ও বাংলা ভাষায় গুছিয়ে বলেন। এক দর্শকের জবাবে নাফিস বলেন, ‘তোমার কাজ ৫০ ভাগ মানুষ পছন্দ করবে, ৫০ ভাগ মানুষ করবে না। এতে থেমে গেলে চলবে না। যে ৫০ ভাগ মানুষ তোমার কাজ পছন্দ করেনি তাদের জন্য তোমাকে আরও মনোযোগী হয়ে কাজ করতে হবে। তাহলে তুমি একদিন সফলতা পাবেই।’

অপর এক দর্শকের প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘কোন সফটওয়্যার বেস্ট এটা না ভেবে বরং ভাবা উচিত তুমি কোন সফটওয়্যারে ভালো করবে। যেটাতে কাজ করে তুমি আত্মবিশ্বাসী সেটাতে তোমার সেরাটা দেওয়ার চেষ্টা কর। নিজেকে প্রশ্ন কর সেরা কাজটা করতে পেরেছ কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না।’

বক্তব্য রাখছেন মো. জাফর ইকবাল বিকালে একই স্থানে দেশীয় সার্চ ইঞ্জিন পিপীলিকা’র ক্রাউডসোর্স প্ল্যাটফর্ম উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই সার্চ ইঞ্জিনে এখন থেকে যেকেউই তথ্য যুক্ত করতে পারবেন। সার্চ ইঞ্জিনকে আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সন্ধ্যায় একই স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় হাইস্কুল প্রোগ্রামিং কনফারেন্স। রাজধানীর বিভিন্ন স্কুল থেকে চারটি বাসে করে শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে আনা হয়। শিক্ষার্থীদের স্কুলপর্যায় থেকে প্রোগ্রামিংয়ে উৎসাহী করতেই এই আয়োজন বলে জানান বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

/এইচএএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী