X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রাথমিকভাবে ১০ পৌরসভায় ই-গভর্নমেন্ট চালু হবে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ০১:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০১:১১

প্রাথমিকভাবে ১০ পৌরসভায় ই-গভর্নমেন্ট চালু হবে: পলক প্রাথমিকভাবে ১০টি পৌরসভায় ই-গভর্নমেন্ট চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘‘দেশে ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রতিষ্ঠা করতে ‘ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম’ প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় ওইসব পৌরসভায় অনলাইনে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, কাউন্সিলরের প্রশংসাপত্র, স্বয়ংক্রিয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ই-ট্রেড লাইসেন্স সেবা থাকবে। যা আগামীতে দেশের সব পৌরসভায় চালু করার পরিকল্পনা আছে।’’

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জাতিসংঘের ই-গভর্নমেন্ট সার্ভে-২০১৬-তে যুক্তরাজ্য প্রথম ও কোরিয়া তৃতীয় হয়েছে। এছাড়া ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। যদিও ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ভালো না, তারপরও আমি মনে করি আমরা এই খাতে উন্নতি করছি।’

তিনি আরও বলেন, ‘দেশের ই-গভর্নমেন্টের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করতে কোরিয়ার একজন আমাদের সাহায্য করছেন। ওই মাস্টারপ্ল্যান আমাদের সংস্কৃতি, পরিবেশ, ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী তৈরি করা হবে।’

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে ‘৫ বিলিয়ন এক্সপোট’ শীর্ষক পৃথক সেমিনারে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, ‘দেশের মানবসম্পদকে দক্ষ করে তোলার মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন নয়, ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় সম্ভব।’

আরও পড়ুন:
ফাইবার অপটিক ক্যাবলে মেরামত সম্পন্ন, টেলিফোন সংযোগ চালু

/সিএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ