X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘এ দেশের তরুণরা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে পৌঁছে দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ২১:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:১৯

ডিজিটাল ওর্য়াল্ডের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)

এ দেশের তরুণরা বাংলাদেশকে ডিজিটাল ওয়ার্ল্ডে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাতে ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘অন্তত ৪ বছর পরিশ্রম করে ২০০৮ সালে আমরা একটি নির্বাচনি ইশতেহার তৈরি করি। সেখানে উল্লেখ ছিল ২০২১ সালের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ। ইশতেহারটি ওই সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমক্ষে প্রকাশ করেন।’

অর্থমন্ত্রী জানান, এ কারণে আগামী ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস হিসেবে পালন করা হবে। তিনি বলেন, ‘আমি মনে করি ডিজিটাল বাংলাদেশের অংশীদার এ দেশের তরুণরা। তাদের নেতৃত্ব এবং সহায়তা না পেলে ডিজিটাল বাংলাদেশ আন্দোলন সফল হতো না। এ দেশের তরুণরা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে পৌঁছে দিয়েছে।’ 

প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয় চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। তথ্য প্রযুক্তি (আইটি) খাতের এ অনুষ্ঠানে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭-এর এবারের প্রতিপাদ্য ছিল ‘রেডি ফর টুমরো’। গত ৯ বছরেরও বেশি সময়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের যে অর্জন তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এ বছরের প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এবার আমরা বিশ্বের প্রথম সোশ্যাল রোবট সোফিয়াকে নিয়ে এসেছিলাম। আগামী বছর আমাদের দেশে তৈরি সোশ্যাল রোবট ডিজিটাল ওয়ার্ল্ডে হাজির করব। আমরা রোবটিকসের পথে রয়েছি। ভবিষ্যতে আমরা রোবট নির্মাণে আরও ভালো করব।’ 

পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবে এতো দ্রুত সব ঘটছে যে গত ১০০ বা ২০০ বছরেও তা ঘটেনি। এজন্য আমাদের তৈরি হতে হবে। আর এ কারণে এবারের প্রতিপাদ্য রেডি ফর টুমরো।’ দেশে অনেক উন্নয়ন কাজ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়ন হলে তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হয়। যাকে বলা হয় ডেভেলপমেন্ট পেইন।’ তিনি উবারের সঙ্গে বাংলাদেশের পাঠাও নামের একটি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করছে উল্লেখ করে বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানকে বাধা দিয়ে নয় বরং আমাদের উচিত হবে দেশি প্রতিষ্ঠানকে বেশি বেশি উৎসাহ দেওয়া, পৃষ্ঠপোষকতা করা। বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে চেষ্টা করবে।’

ডিজিটাল ওর্য়াল্ডের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। (ছবি: সংগৃহীত)

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুটানের আইসিটি মন্ত্রী ডিএন ডঙ্গুয়েল, ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ। 

অনুষ্ঠানে জানানো হয়, এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ৫ লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন। আর অনলাইনে নিবন্ধন করেন ১ লাখের বেশি প্রযুক্তিপ্রেমী। ৪ দিনে অনুষ্ঠিত ২৪টির বেশি সেমিনার ও কর্ম অধিবেশনে দেশি-বিদেশি মিলিয়ে ২৮৯ জন বক্তা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সংস্থার হাতের পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নাগরিক সেবা ও স্থানীয় সরকার ক্যাটাগরিতে এসব পুরস্কার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়