X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল টাওয়ারের রেডিয়েশন পরিমাপে যন্ত্র কিনছে বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ০০:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ০১:০৩

বিটিআরসি দেশে মোবাইল ফোনের যাত্রা শুরুর প্রায় দুই যুগ পর মোবাইল টাওয়ার থেকে ক্ষতিকর রেডিয়েশন পরিমাপের জন্য যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বছরের মে মাস নাগাদ রেডিয়েশন মাত্রা পরিমাপের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
জানা গেছে, ১৯৮৯ সালে মোবাইল ফোনের যাত্রা শুরু হওয়ার পর থেকে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহক ১৪ কোটি ১৬ লাখ ৭৯ হাজার। সারাদেশে মোবাইল ফোন অপারেটরের রয়েছে প্রায় ৪০ হাজার সাতশ টাওয়ার। এসব টাওয়ার থেকে কী পরিমাণ রেডিয়েশন ছড়াচ্ছে, তার পরিমাপের কোনও যন্ত্র এখনও নেই বিটিআরসি’র।
এর আগে, দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মোবাইল কোম্পানির টাওয়ারগুলো থেকে নিঃসৃত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ২০১২ সালে হাইকোর্টে রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই সময় হাইকোর্ট রেডিয়েশনের মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন পরিমাপের যন্ত্র কেনার জন্য উদ্যোগ নিচ্ছে বিটিআরসি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, রেডিয়েশন পরিমাপের জন্য দু’টি যন্ত্র কিনতে ১২ ডিসেম্বর দরপত্র প্রকাশ করেছে বিটিআরসি। চলতি বছর এপ্রিলে ২০৪তম কমিশন সভায় রেডিয়েশন পরিমাপের জন্য এই দু’টি মোবাইল যন্ত্র কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া, সারাদেশে কার্যক্রম পরিচালনা করতে যন্ত্রগুলো বহনের জন্য দু’টি গাড়িও কেনারও সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এজন্য শুল্ক ও অন্যান্য ব্যয়সহ মোট ৩ কোটি ৪০লাখ টাকা বরাদ্দ রেখেছে বিটিআরসি। উল্লেখ্য, যে দু’টি যন্ত্র কেনা হচ্ছে, তার একেকটি ব্যবহার করে দেড়-দুই ঘণ্টা সময় ব্যয়ে শুধু মাত্র একটি টাওয়ারের রেডিয়েশনের মাত্রা পরিমাপ করা যায়।
এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন পরিমাপের কার্যক্রম চালাতে দু’টি যন্ত্র কেনা হচ্ছে। আশা করছি, আগামী বছরের এপ্রিল-মে নাগাদ যন্ত্রগুলো ব্যবহার করে রেডিয়শনের মাত্রা পরীক্ষা করা সম্ভব হবে। তখন কোনও টাওয়ার থেকে অতিরক্তি মাত্রায় রেডিয়েশন পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!