X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘হাঙ্গামা’ সম্পর্কে তথ্য চেয়ে মোবাইল অপারেটরগুলোকে বিটিআরসি’র চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ২২:৪৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:৫৬

ভারতীয় কোম্পানি হাঙ্গামা ভারতীয় কোম্পানি হাঙ্গামা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে মোবাইল অপারেটরগুলোর কাছে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চিঠিতে অপারেটরগুলোকে হাঙ্গামা কী কী সেবা দেয়, হাঙ্গামাকে কত টাকা দেওয়া হয়েছে, হাঙ্গামার চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এছাড়া, হাঙ্গামার মতো অন্যান্য কনটেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (বিদেশি বা আংশিক বিদেশি প্রতিষ্ঠান) বিষয়েও অপারেটরগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২২ জুলাই হাঙ্গামা নিয়ে বাংলা ট্রিবিউনে ‘‘মাত্র ২ লাখ টাকা বিনিয়োগ করে ১৩ কোটি টাকা নিয়ে গেলো ভারতীয় কোম্পানি ‘হাঙ্গামা’’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, মাত্র ২ লাখ টাকা বিনিয়োগ করে বাংলাদেশ থেকে দুই বছরে প্রায় ১৩ কোটি টাকা লভ্যাংশ নিয়ে গেছে ভারতীয় কোম্পানি হাঙ্গামা। এই টাকা কোম্পানিটির মূলধনের প্রায় ৩২০ গুণ। বিষয়টিকে বাংলাদেশ ব্যাংক ‘অস্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড’ হিসেবে দেখছে। এই বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যানকে ‘হাঙ্গামা (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের অনিবাসী শেয়ার হোল্ডারদের অনুকূলে মাত্রাতিরিক্ত লভ্যাংশ প্রেরণ প্রসঙ্গে’ কয়েকটি বিষয়ে অভিমত চেয়ে বাংলাদেশ ব্যাংক দুই বার চিঠি দেয়।
দেশের মোবাইল অপারেটরগুলোর প্রধানদের কাছে পাঠানো বিটিআরসি’র চিঠিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রোখসানা মেহজাবীনের সই করা। ওই চিঠিতে বলা হয়েছে, ‘হাঙ্গামা নামক প্রতিষ্ঠানটি আপনার (মোবাইল অপারেটর) নেটওয়ার্কের মাধ্যমে কী কী সেবা দিয়েছে তার বিবরণ, এসব সেবা নেওয়ার বিপরীতে হাঙ্গামাকে এ পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে, সার্ভিস বিতরণ সংক্রান্ত চুক্তিপত্রগুলোর অনুলিপি, সার্ভিসগুলোর সপক্ষে বিটিআরসির কোনও অনুমোদন থাকলে তার অনুলিপি, সার্ভিসগুলোর ট্যারিফ সংক্রান্ত অনুমোদনের অনুলিপি, শতভাগ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটি রাষ্ট্রের কোনও সংস্থা বা কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে দেশে টেলিকম সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার জন্য আপনার নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেসবের তথ্য এবং সংশ্লিষ্ট সব ডক্যুমেন্ট কমিশনের জ্ঞাতার্থে প্রয়োজন।’
চিঠিতে আরও বলা হয়েছে, হাঙ্গামার মতো শতভাগ বৈদেশিক বিনিয়োগ বা আংশিক বৈদেশিক বিনিয়োগের যেসব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) প্রোভাইডার আপনার নেটওয়ার্কে (মোবাইল ফোন অপারেটর) যুক্ত, সেসব প্রতিষ্ঠানের নাম, তাদের অনুকূলে বরাদ্দ দেওয়া শর্ট কোড, প্রদত্ত সেবা ও বৈদেশিক বিনিয়োগের শতকরা পরিমাণও কমিশনের জানা থাকা একান্ত জরুরি।
আরও পড়ুন-
গুগলে ‘সার্চ লিস্ট ডিলিট’ করবেন যেভাবে
আইসিটিতে প্রাপ্তির বছর ২০১৭, প্রত্যাশা পূরণের ২০১৮

/এইচএএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!