X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

মাহবুবুর রহমান
১০ জানুয়ারি ২০১৮, ১৮:২৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:২৫

গোলটেবিল বৈঠকের একটি পর্যায় বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে মেয়েদের অংশগ্রহণ ক্রমেই বেড়ে চলছে। সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞানে মেয়েদের অংশগ্রহণ বিষয় নিয়ে বুধবার (১০ জানুয়ারি) ঢাকার জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের সভাকক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে মেয়েদের ভুমিকা অনস্বীকার্য। তবে তার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। তাহলেই তারা অসাধ্যকে সাধন করতে পারবে। কিন্তু পরিবার থেকেই তাদের পঙ্গু করে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা যেন নির্দিষ্ট গণ্ডি পেরুতে না পারে সেজন্য তাদের বাবা-মায়েরাই বাধা দিচ্ছেন। মন্ত্রী আরও বলেন, প্রায় ৫০ লাখ মেয়ে দেশের স্বকীয়তা অর্জন করতে গার্মেন্টস শিল্পে নিজেদের অসাধারণ শ্রম দিয়ে যাচ্ছে। এতে এটাই প্রমাণ করে তারা যে সময়ে, যে বেতনে এবং যে পরিবেশে কাজ করছে তা একটি বড় দৃষ্টান্ত। আমরা যদি তদের উপযুক্ত পরিবেশ দিতে পারি তাহলে তারা আরও এগিয়ে যাবে। 
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা মেয়েদের উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, মেয়েরা কাজের বিষয়ে অনেক বেশি আন্তরিক। তাদের সময় নিয়ে ভাবতে হয় না। তারা অজুহাত তৈরি করে না। বর্তমানের মায়েদেরও ডিজিটাল করা দরকার। মা যদি ডিজিটাল হয় তাহলে বাচ্চারাও ডিজিটাল হবে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মরগুয়াব স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. সামিনা এম সাইফুদ্দিন।

অনুষ্ঠানে বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী