X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অ্যামাজনের জেফ বেজস বিশ্বের শীর্ষ ধনী

দায়িদ হাসান মিলন
১০ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯

জেফ বেজস সর্বকালের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী (সিইও) জেফ বেজস। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০৫ দশমিক ১ বিলিয়ন ডলার। এর আগে আর কোনও ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হতে পারেননি।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার ট্র্যাকার জানিয়েছে, সোমবার বেজসের সম্পদ ১০৫ বিলিয়ন অতিক্রম করে। যার মধ্যে দিয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে গেছেন তিনি। বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৯৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
এদিকে ব্লুমবার্গ তাদের হিসাবে বেজসের ১০৫ দশমিক ১ বিলিয়ন ডলার সম্পদের কথা উল্লেখ করলেও বিলিয়নিয়ারদের সম্পদ নিয়ে কাজ করা আরেক প্রতিষ্ঠান ফোর্বস বলছে, অ্যামাজন সিইওর বর্তমান সম্পদের পরিমাণ ১০৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ ৯১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বেজসের মোট সম্পদের বেশিরভাগই এসেছে অ্যামাজনে থাকা তার ৭৮ দশমিক ৯ মিলিয়ন শেয়ার থেকে। সোমবার অ্যামাজনের শেয়ারের দর ১ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়। এতে বেজসের সম্পদও বেড়ে যায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
গত বছরের জুলাইয়ে বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি লাভ করেন জেফ বেজস। এরপর জায়গা হারিয়ে অক্টোবরে আবারও তা পুনরুদ্ধার করেন। নভেম্বরে তার সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে।

ব্লুমবার্গের বিশ্লেষণ বলছে, বিল গেটস যদি ব্যাপকভাবে দাতব্য কাজে অর্থ ব্যয় না করতেন তাহলে তিনিই হতেন পৃথিবীর শীর্ষ ধনী।

মাইক্রোসফট প্রতিষ্ঠাতা প্রকাশ্যে যেসব দান করেছেন তা থেকে দেখা যায়, তিনি মাইক্রোসফটের ৭০০ মিলিয়ন শেয়ার ছেড়ে দিয়েছেন। যার দাম ৬১ দশমিক ৮ বিলিয়ন ডলার। এগুলো মিলিয়ে তার সম্পদের পরিমাণ হতো ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি।

সূত্র: সিএনএন 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি