X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশের পথে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৬

গাজীপুরে ওয়ালটন কম্পিউটার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠান ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমরা এখন আমদানি নির্ভর দেশ নই। প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছি।’ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরে ওয়ালটন কম্পিউটার প্ল্যান্টের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘আনুষ্ঠানিকতা সাপেক্ষে ওয়ালটনের ডিজিটাল ডিভাইস নির্মাণ কারখানাকে হাইটেক পার্ক ঘোষণা করা হয়েছে। ওয়ালটন আবেদন করলেই আমরা তাদেরকে হাইটেক পার্কের স্বীকৃতি দেবো। এখান থেকে উৎপাদিত পণ্যগুলো (ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন) কর অবকাশ সুবিধা পাবে। এসব পণ্য বিদেশে রফতানি করা হলে সেক্ষেত্রে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।’

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘এটা ওয়ালটনের একটি সাহসী উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সফটওয়্যার খাতের মতো হার্ডওয়্যার খাতে সরকার সহযোগিতা করবে। এখানে উৎপাদিত প্রযুক্তি পণ্যগুলো সরকার কিনে তাদের সহযোগিতা করবে। এছাড়া আমরা অচিরেই প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে ল্যাপটপের পাশাপাশি ডেস্কটপ মনিটর তৈরি করা হবে। আমরা মানের সঙ্গে আপস করবো না। সারাদেশের সব জায়গায় যেন আমাদের প্রযুক্তি পণ্য পাওয়া যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবো। এখানে প্রযুক্তি পণ্যের অ্যাসেম্বলিং নয়, মাদারবোর্ডসহ পণ্য সম্পূর্ণভাবে তৈরি করা হবে। যেহেতু বলা হয়ে থাকে ৫০ শতাংশ প্রযুক্তি পণ্যের যন্ত্রাংশ নিজ দেশে তৈরি করা হলে সেটাকে উৎপাদনই বলে।’

ওয়ালটনের কারখানায় ল্যাপটপ সংযোজন চলছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ওয়ালটন ডিজিটেকের চেয়ারম্যান এসএম রেজাউল আলম ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম। পরে তারা মন্ত্রীদের ওয়ালটনের কারখানা ঘুরিয়ে দেখান।  

প্রসঙ্গত, গাজীপুরের চন্দ্রায় ৮০ বিঘা জমির ওপরে ওয়ালটনের কারখানা গড়ে উঠেছে।

/এইচএএইচ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!