X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গ্রাম ও শহরে ইন্টারনেটের দামে কোনও পার্থক্য থাকবে না: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৯:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:১৪

মোস্তাফা জব্বারকে সংবর্ধনা দিলো আইএসপিএবি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,গ্রাম ও শহরে ইন্টারনেটের দামে কোনও পার্থক্য থাকবে না। সবাইকে একই দামে ইন্টারনেট দিতে হবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি মনে করি ইন্টারনেট মানেই ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না। ইন্টারনেট এখন মানুষের মৌলিক অধিকার। এই পঞ্চম মৌলিক অধিকারটি সংবিধানে নিবন্ধিত করতে আমাদের কাজ করতে হবে বলে উল্লেখ করেন। মোস্তাফা জব্বার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনের সভাপতি আমিনুল হাকিমের প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।
ডট বাংলা ও ডটবিডির নিবন্ধন ফি সমানভাবে নির্ধারণের বিষয়ে নির্দেশ দিয়ে তিনি বলেন, শব্দগত পার্থক্যে কোনও ফির পার্থক্য হবে না। যেকোনও জায়গা থেকে যেন মোবাইলে সবাই নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবাই যেন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে এজন্য তথ্যপ্রযুক্তিবিদদের কাছে তিনি সহায়তা চান।
অনুষ্ঠানে স্বাগত দেন আইএপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল হক। তিনি মোস্তাফা জব্বারকে আইএসপিএবি পরিবারের আপনজন আখ্যা দিযে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে মন্ত্রীর নেতৃস্থানীয় ও অনন্য অবদানের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। হাকিম বলেন, আপনার (মন্ত্রীর) গৃহীত প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী ও গ্রাহকদের সত্যিকারের চাওয়ার প্রতিফলন ঘটেছে। আপনার কর্মপরিকল্পনায় স্বল্প খরচে দেশব্যাপী  ইন্টারনেট ছড়িয়ে দেওয়া; দেশীয় সফটওয়্যার বাজারকে বিদেশি প্রতিষ্ঠানের রাহুমুক্ত করা এবং ডিজিটাল মিডিয়ায় বাংলা কনটেন্টের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ভূমিসহ সরকারি সব সেবার ডিজিটালাইজেশনের যে তিনটি অগ্রাধিকার আপনি নির্ধারণ করেছেন তা মূলত আমাদের সবার সামগ্রিক চাওয়ারই যোগফল।

অনুষ্ঠানে আই্সপিএবির এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিএবির সাবেক সভাপতি আক্তারুজ্জামান মঞ্জুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে সিকোয়াব, বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাক্য ও ই-ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ