X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশে স্মার্টফোনের ব্যবহার কমেছে, বেড়েছে ফিচার ফোন

হিটলার এ. হালিম
২৩ মার্চ ২০১৮, ০৮:০৪আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৮:০৭

ফিচার ফোন দেশে থ্রিজি চালু আছে কয়েক বছর ধরে। ফোরজি সবে চালু হয়েছে। তারপরও গত দুই বছরে স্মার্টফোন ব্যবহারের হার একেবারে বাড়েনি বললেই চলে। ২০১৭ সালে দেশে স্মার্টফোনের আমদানির পরিমাণ ছিল ৮০ লাখ, ২০১৬ সালেও একই পরিমাণ স্মার্টফোন আমদানি করা হয়েছে। মোবাইলফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ-এর হিসাব অনুযায়ী, স্মার্টফোনের প্রবৃদ্ধির পরিমাণ মাত্র এক শতাংশ। কিন্তু ফিচার বা বার ফোনের প্রবৃদ্ধি ১৪ শতাংশ।

বিএমপিআইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে দেশে স্মার্টফোনের প্রবৃদ্ধি ছিল ৩৭ শতাংশ যা ২০১৭ সালে ১ শতাংশে নেমে এসেছে।

বিএমপিআইএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে দেশে ফিচার ফোন আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ। ২০১৬ সালে এই পরিমাণ ছিল ২ কোটি ৩০ লাখ। স্মার্টফোনের প্রবৃদ্ধি এক শতাংশ ও ফিচার ফোনের প্রবৃদ্ধি ১৪ শতাংশ। তবে সব দেশের মোবাইলফোন মিলিয়ে এ বাজারের প্রবৃদ্ধি ১১ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, এ বছরের শুরু থেকে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। গতে মাসে ফোরজি চালুর পরে স্মার্টফোনের চাহিদা ঊর্ধমুখী। চলতি বছরের শেষ নাগাদ প্রবৃদ্ধির তালিকায় ফিচার ফোনকে ছাড়িয়ে যাবে স্মার্টফোন- এমনটাই আশা সংশ্লিষ্টদের। 

স্মার্টফোন জানা গেছে, গত বছর দেশে ৯ হাজার কোটি টাকার ৩ কোটি ৪৪ লাখ মোবাইল হ্যান্ডসেট আমদানি করা হয়। এতে আর্থিক মূল্যের হিসেবে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল স্যামসাং। প্রতিবেদন বলছে, ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে ৩০ লাখেরও বেশি মোবাইল ফোন সেট আমদানি করা হয়েছে। ফিচার ও স্মার্টফোন মিলিয়ে সিম্ফনির স্থান ওপরে থাকলেও স্মার্টফোন বিক্রিতে বাজারমূল্যে সর্বোচ্চ মার্কেট শেয়ার নিয়ে এগিয়ে ছিল স্যামসাং।

জানা যায়- ২০১৭ সালে টাকার হিসেবে স্মার্টফোন বিক্রিতে স্যামসাংয়ের শেয়ার ছিল ২৬ শতাংশ; সিম্ফনির ২১, হুয়াওয়ের ১৩, অপোর ১০, ওয়ালটনের ৬, লাভার ৫, শাওমির ৪, আইটেল ও নকিয়ার ৩ এবং অন্যান্য ব্র্যান্ডের শেয়ার ছিল ৯ শতাংশ।

মোবাইলফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ-এর সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক জানান, গত বছর বেশ কিছু কারণে স্মার্টফোন বিক্রি আগের বছরের সমান হয়েছে। গত বছর ৮০ লাখ স্মার্টফোন বিক্রি হলেও তা আগের বছরের চেয়ে বেশি নয়। এর পেছনে মোবাইলফোন আমদানিতে বাড়তি কর আরোপ একটি বড় বিষয় বলে তিনি মনে করেন। এ কারণে কম দামের স্মার্টফোনের গ্রোথ (প্রবৃদ্ধি) হয়নি। এছাড়া অবৈধ পথে (গ্রে মার্কেট) দেশে স্মার্টফোনের প্রবেশ বেড়েছে, যা বৈধ আমদানির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ফলে ‘অরিজিনাল’ হিসাবে তা যুক্ত হয়নি। তবে এ বছর স্মার্টফোনের বিক্রি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে আশা করছি।

মোবাইলফোন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন- স্মার্টফোনের প্রবৃদ্ধি বেশি না হওয়ার পেছনে রয়েছে এর দাম, বাড়তি কর ইত্যাদি। আগামী বাজেটে মোবাইলের ওপর থেকে যদি বাড়তি কর প্রত্যাহার করা হয় তাহলে স্মার্টফোনের দাম কমবে, বাজারও বাড়বে।

এ ব্যাপারে শাওমি মোবাইলের পরিবেশক এসইবিএল-এর প্রধান নির্বাহী দেওয়ান কানন জানান, প্রতিবেদন অনুসারে শাওমির অবস্থান মোটামুটি ঠিকই আছে। ২০১৮ সালে এই অবস্থান পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিবেদনে এক বছরের পরিসংখ্যান দেওয়া হলেও প্রকৃত অর্থে আমরা ব্যবসা করেছি ২০১৭ সালের শেষ ৫ মাস। এ বছর ফোরজি চালু হয়েছে। বাজারে স্মার্টফোনের চাহিদা বাড়ছে। আশা করছি এবার প্রবৃদ্ধি ভালো হবে।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া