X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য ‘নিরাপদ ইন্টারনেট’ উৎসব শুক্রবার

রুশো রহমান
২৯ মার্চ ২০১৮, ২০:০৯আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২০:০৯

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ রাখার প্রত্যয়ে শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহা উৎসব। ইউনিসেফ বাংলাদেশ ও ফেসবুকের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে শিশু কিশোরদের উপযোগী ইন্টারনেট পণ্য নিয়ে এক্সপো এবং একই সঙ্গে কনফারেন্স, কর্মশালা অনুষ্ঠিত হবে।
৫০টি দেশি-বিদেশি কোম্পানি এবং ১০০টি স্কুলের অংশগ্রহণে এই মহা উৎসবে শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারের সঠিক পদ্ধতি, অভিভাবকদের জন্য ইন্টারনেটের প্যারেন্টাল কন্ট্রোল টুল নিয়ে ধারণা প্রদানসহ নানা ধরনের সচেতনতামূলক আয়োজন থাকবে। সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। ক্রিকেট, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকারাও এই উৎসবে অংশ নেবেন বলে জানা গেছে। শিশুদের জন্য নপ্রিয় সিসিমপুর পাপেট শো এবং মিনা কার্টুনতো থাকছেই। উৎসবে শিশুরা তাদের বাবা-মাসহ অংশ নিতে পারবে।
ইউনিসেফের গবেষণায় দেখা গেছে, সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ ১৮ বছরের নিচে বা শিশু কিশোর। প্রতিদিন এক লাখ ৭৫  হাজারের বেশি শিশু প্রথমবারের মতো অনলাইন ব্যবহার করছে। প্রতি আধা সেকেন্ডে একটি শিশু অনলাইন দুনিয়াতে প্রবেশ করছে। একদিকে, এই ডিজিটাল জগতে প্রবেশের সুবিধা যেমন শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করছে, ঠিক তেমনি ঝুঁকিও বাড়ছে। ক্ষতিকর কনটেন্ট, যৌন হয়রানি, অপব্যবহার, সাইবার ঝগড়া এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বিষয়গুলো চিহ্নিত করে শিশু-কিশোরদের সুরক্ষা জরুরি। পাশাপাশি সরাসরি অনলাইনের ক্ষতি সম্পর্কেও শিশুদের জানাতে হবে।
আয়োজকরা জানান, সর্ববৃহৎ সচেতনতামূলক ক্যাম্পেইনে ছাত্র-ছাত্রী, অভিভাবকদের জন্য ইন্টারনেটের সঠিক ব্যবহারে সচেতনতা প্রাধান্য পাবে। শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের কাছে ইন্টারনেটে বহুল ব্যবহৃত দেশিয় কনটেন্ট পরিচিত করা হবে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা