X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উন্মুক্ত লাইসেন্স সহজ করতে ক্রিয়েটিভ কমন্স সার্টিফিকেশন

নুরুন্নবী চৌধুরী, টরন্টো (কানাডা) থেকে
১৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৬:৪২

সম্মেলনে ওপেন একসেস বিষয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) লাইব্রেরিসের পরিচালক ক্রিস বোর্গ উন্মুক্ত লাইসেন্সের বিষয়টি আরও সহজ করার জন্য শুরু হলো ক্রিয়েটিভ কমন্স সার্টিফিকেশন কার্যক্রম। কানাডার টরন্টোতে সৃজনশীল লাইসেন্স দেওয়ার অলাভজনক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কমন্সের (সিসি) বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে (১৪ এপ্রিল) এই ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান— সারাবিশ্বে উন্মুক্ত লাইসেন্স হিসেবে সিসি’র ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এ লাইসেন্স বিষয়ে আরও বেশি তথ্য জানানো ও দক্ষ করার ভাবনা থেকেই সিসি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে সিসি’র প্রধান নির্বাহী রায়ান মার্কলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উন্মুক্ত লাইসেন্সের বিভিন্ন বিষয়কে আরও সহজ করতে এই সার্টিফিকেশন কার্যক্রম শুরু করলো সিসি। এখন চাইলে যে কেউ এ বিষয়ে আরও বেশি জানতে ও লাইসেন্স নিয়ে কাজ করতে পারবেন। একইসঙ্গে এটি ব্যবহার করা যাবে প্রাত্যহিক কাজে।’

এবারের সিসি সম্মেলনের দ্বিতীয় দিন ছিল বিভিন্ন বিষয়ে সেমিনার, কর্মশালা ও আলোচনা। ওপেন একসেস বিষয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) লাইব্রেরিসের পরিচালক ক্রিস বোর্গ। পরে এ বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন মজিলা ফাউন্ডেশনের গ্লোবাল পার্টিসিপেশন লিড আমিরা ধাল্লা ও ইউনিভার্সিটি অব গোয়েলফের গবেষণা বিভাগের প্রধান অ্যামি ব্যাকল্যান্ড। কেন ওপেন একসেসে তথ্য থাকা উচিত ও এর সুফল কীভাবে সবাই পেতে পারে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বক্তারা।

সম্মেলনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ক্যাথেরিন মাহেরের সঙ্গে প্রতিবেদক এমআইটি’তে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ক্রিস বোর্গ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ওপেন একসেস নিয়ে কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে এমআইটিতে চালু হয়েছে এমআইটি টাস্ক ফোর্স অন ওপেন একসেস। সেখানে গবেষণার ক্ষেত্রে দারুণ সহযোগিতা করছে এটি।’

সম্মেলনের দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে আরও ছিল ওপেন ডেটা ও ওপেন রিসার্চ বিষয়ে আলোচনা, ট্রান্সলেশন ওয়ার্কিং গ্রুপের বিশেষ কর্মশালা, ‘ওপেন লাইসেন্সিং ফর পাবলিক গুডস’ বিষয়ক আলোচনা, ‘ব্রিজিং দ্য গ্যাপ অন ক্রিয়েটিভ কমন্স ইন ডেভেলপিং কান্ট্রি’ শীর্ষক সেমিনার, স্ট্র্যাকচার ডেটাবেজ নিয়ে বিশেষ কর্মশালা, ‘দ্য ফিউচার অব ডিজিটাল আর্কাইভস’ শীর্ষক পর্ব, সিসি ওপেন এডুকেশন প্ল্যাটফর্ম নিয়ে অনলাইন বৈঠক।

এছাড়া উন্মুক্ত শিক্ষা কাযর্ক্রম নিয়ে ‘লিভারেজিং গ্লোবাল ওপেন এডুকেশন অ্যাচিভমেন্ট’ শীর্ষক আলোচনায় অংশ নেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। এ পর্ব পরিচালনা করেন সিসি ওপেন এডুকেশনের পরিচালক ক্যাবল গ্রিন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে ওপেন এডুকেশন রিসোর্স নীতিমালার কাজ শেষ হয়েছে যা শিগগিরই অনুমোদন পাবে। এ নীতিমালা হয়ে গেলে বাংলাদেশেও ওপেন এডুকেশনের কার্যক্রম আরও বাড়বে এবং সরকারের অর্থে তৈরি শিক্ষা উপকরণগুলো আরও সহজলভ্য হবে।’

বাংলাদেশে যে এই নীতিমালা হচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে। বিভিন্ন দেশের ওপেন এডুকেশন বিশেষজ্ঞরা বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন।

তিন দিনের আয়োজন ক্রিয়েটিভ কমন্সের (সিসি) বার্ষিক সম্মেলন শেষ হবে রবিবার (১৫ এপ্রিল)। সমাপনী দিনেও রয়েছে একাধিক আয়োজন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়