X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় আবারও বাংলাদেশ

নুরুন্নবী চৌধুরী
০১ মে ২০১৮, ১৯:৫১আপডেট : ০১ মে ২০১৮, ১৯:৫৩

উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় আবারও বাংলাদেশ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী স্থানীয় সংস্থাগুলোর উদ্যোগে শুরু হচ্ছে ‘উইকি লাভস আর্থ ২০১৮’ পর্ব। এটি হলো বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর ছবির তোলার প্রতিযোগিতা। এর লক্ষ্য— প্রতি বছর একটি স্থায়ী সংগ্রহশালা গড়া। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা।

বার্ষিক এই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। এতে অংশ নিতে পারবেন যে কেউ। এজন্য http://wikiloves.org/earth ঠিকানায় গিয়ে দেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে যেকোনও সময় তোলা, যেকোনও স্থানের ছবি যত খুশি আপলোড করা যাবে পুরো মে মাস জুড়ে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।

মঙ্গলবার (১ মে) থেকে শুরু হওয়া ‘উইকি লাভস আর্থ ২০১৮’ চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত সেরা ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হবে সেরা ১০টি ছবি। প্রথম পুরস্কার বিজয়ী ২০১৯ সালে সুইডেনে উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়ায়’ যোগ দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া স্থানীয় পর্যায়ে ও স্বতন্ত্রভাবে পুরস্কার দেওয়া হবে।

উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সমন্বয়ক নাহিদ সুলতান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংরক্ষিত জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর নিবন্ধ উইকিপিডিয়ায় থাকলেও অধিকাংশেরই কোনও ছবি নেই। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত প্রাকৃতিক অঞ্চলগুলোর ছবি উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বদরবারে উপস্থাপন ও সংশ্লিষ্ট ছবিগুলোর একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।’

২০১৭ সালে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। তখন ৩৬টি দেশের ১ লাখ ৩১ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে ১১তম স্থান পেয়েছিল লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি আলোকচিত্র।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের