X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারের কেউ নয়, ব্রিফিং করছেন যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি!

হিটলার এ হালিম, ফ্লোরিডা থেকে
০৫ মে ২০১৮, ০৯:৪৪আপডেট : ০৬ মে ২০১৮, ১০:১৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট (প্রতীকী ছবি, ইন্টারনেন্ট থেকে সংগৃহীত) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার অরল্যান্ডোতে যে প্রতিনিধি দল এসেছে তার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রতিনিধি দলে সরকারের কেউ নেই, আছে ঢাকা ও নিউ ইয়র্ক থেকে আগত সাংবাদিকরা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ড. সিদ্দিক সরকারের কেউ না হয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ে সাংবাদিকের আনুষ্ঠানিক ব্রিফিং করছেন। এ কাজটি তিনি করতে পারেন কিনা-এমন প্রশ্নের জবাবে বলেন, 'তাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমের সঙ্গেও কথা বলার জন্যই তাকে অনুমতি দেওয়া হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়েছেন। কথা বলার অনুমতি পেয়েই আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলছি।’

তিনি বলেন, ‘আমাকে বিটিআরসি'র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ দায়িত্ব দিয়েছেন সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের অগ্রগতি দেখতে আসার।’ তবে ড. সিদ্দিক নিজেও মনে করেন, আজকের এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কারও থাকা উচিত ছিল। 

তিনি আরও বলেন, ‘যেহেতু উৎক্ষেপণ পিছিয়েছে এবং আগে থেকেই বিমানের টিকিট কাটা ও হোটেল বুকিং দেওয়া ছিল তাই আমরা সবাইকে নিয়ে অরল্যান্ডো চলে এসেছি। না এলে আর্থিক অনেক ক্ষতি হতো।’

ড. সিদ্দিক বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণের দিনক্ষণ চূড়ান্ত হলেই তবে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র আসবেন। এ কারণে সংশ্লিষ্ট মহলের নির্দেশে আমি যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন আয়োজন ও বিভিন্ন পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের কাজ করছি।’ 

 

 

/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে  সিপিএম নেতা গ্রেফতার
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’